কলকাতা মেট্রো। প্রতীকী ছবি।
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস। আবার পঞ্জিকা মোতাবেক ওই দিনই সরস্বতী পুজো। ফলে অধিকাংশ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে ওই দিন। তবে জরুরি কাজে কিছু মানুষকে পথে বেরোতেই পারে। শহরতলি এবং শহর সংলগ্ন অঞ্চলের সঙ্গে মূল শহরের যোগাযোগের অন্যতম মাধ্যম মেট্রো। ছুটির দিনে মেট্রো স্টেশনের দরজাও বন্ধ থাকবে কি না, তা নিয়ে চিন্তায় শহরবাসী।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে অন্যান্য দিনের মতোই মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। সূচি মোতাবেক মেট্রো চলবে গ্রিন লাইন, অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটেও। তবে বৃহস্পতিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে পার্পল লাইন, অর্থাৎ জোকা-তারাতলা মেট্রো রুটে।