প্রতীকী ছবি।
সপ্তাহান্তে এবং রবিবার ও ছুটির দিনে পুজোর কেনাকাটার ভিড় সামাল দিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে এই অতিরিক্ত মেট্রোগুলি চলবে। বুধবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
চলতি সপ্তাহেই ৩ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা শুরু হবে। চলবে ২৫ সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত।
সাধারণত শনিবার আপ এবং ডাউন মিলিয়ে মোট ২৩৪টি মেট্রো চালোনো হয়। অতিরিক্ত পরিষেবা দেওয়ার ফলে এই সংখ্যাটাই হবে ২৮২। রবিবার ১৩০টি মেট্রো পরিষেবা দিত। পুজোর আগে আগামী কয়েক সপ্তাহ রবিবার ১৬৪টি মেট্রো চলবে।
মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীস্বাচ্ছন্দের কথা ভেবেই তাঁদের এই পদক্ষেপ। তবে তাদের তরফে এ-ও জানানো হয়েছে যে, প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।