মেয়র ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র।
‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফের অভিযোগ উঠল বেআইনি নির্মাণ ঘিরে। এ বার কসবা ও বেহালায়। অভিযোগ শুনে বিরক্ত মেয়র ফিরহাদ হাকিম সকলের সামনেই বললেন, ‘‘বেআইনি নির্মাণ একটা অসুখ। এটা আটকাতে হবে।’’ এক অভিযোগকারীর বক্তব্য ছিল, বেআইনি নির্মাণ ধরা পড়লে পুরসভা কেবল বিল্ডিং রুলের ৪০১ ধারায় নোটিস দিয়েই ছেড়ে দিচ্ছে। যদিও অনুষ্ঠানে হাজির অফিসারেরা জানান, যে নির্মাণের কথা বলা হচ্ছে, সেটি আংশিক ভাঙা হয়েছে। তখনই অভিযোগ ওঠে, পুরোপুরি না ভাঙায় ফের সেখানে নির্মাণকাজ চালু হয়ে যাচ্ছে। এর পরেই বেআইনি নির্মাণ বন্ধে অফিসারদের কড়া পদক্ষেপ করতে বলেন মেয়র।
কালীঘাট এলাকার এক প্রবীণ বাসিন্দা মেয়রকে জানান, স্থানীয় একটি পার্ক মাস দুয়েক ধরে বন্ধ থাকায় তিনি সেখানে যেতে পারছেন না।
পুরসভার ওই পার্ক কেন বন্ধ, অফিসারদের কাছে তা জানতে চান মেয়র। তাঁকে জানানো হয়, পার্কের নীচে জলাধার রয়েছে। এ দিকে, পার্কের বিদ্যুৎ সংযোগে ত্রুটি ধরা পড়েছে। তাই অঘটন এড়াতে পার্ক বন্ধ রাখা হয়েছে। তা বলে দু’মাস ধরে পার্ক বন্ধ থাকবে কেন? দ্রুত ওই পার্ক খুলে দেওয়ার নির্দেশ দেন মেয়র।