বন্‌ধে পরিষেবার আশ্বাস বিমানবন্দর কর্তৃপক্ষের

অন্য শহর থেকে কলকাতায় আসা যাত্রীদের যাতে বিমানবন্দর থেকে বাস-ট্যাক্সি পেতে সমস্যা না হয় তা দেখা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২০ ০১:৩৪
Share:

ফাইল চিত্র।

শ্রমিক ইউনিয়নের ডাকা বুধবারের সর্বভারতীয় ধর্মঘটে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটবে না বলেই প্রাথমিক ভাবে আশ্বস্থ করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

Advertisement

সোমবার কলকাতা বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন, স্থানীয় পুলিশ-প্রশাসনের সঙ্গে তাঁদের কথা হয়েছে। অন্য শহর থেকে কলকাতায় আসা যাত্রীদের যাতে বিমানবন্দর থেকে বাস-ট্যাক্সি পেতে সমস্যা না হয় তা দেখা হবে। কৌশিকবাবুর কথায়, ‘‘এখনও পর্যন্ত বড় কোনও সমস্যা হবে বলে মনে হয় না। আশা করি, যাত্রীরা ঠিক করে শহর থেকে বিমানবন্দরে পৌঁছে যাবেন। এই ধরনের দিনে যাত্রীরা উড়ান ছাড়ার কিছু বেশি আগেই সাধারণত চলে আসেন।’’

উড়ান সংস্থাগুলির সংগঠন এয়ারলাইন্স অপারেটিং কমিটির কলকাতার চেয়ারম্যান অনুশিলা চতুর্বেদী জানিয়েছেন, ধর্মঘটের কারণে সোমবার রাত পর্যন্ত কোনও উড়ান বাতিলের সিদ্ধান্ত হয়নি। তবে, মঙ্গলবার এ নিয়ে আবার বৈঠকে বসা হবে। সেখানে উড়ান সংস্থাগুলির কর্তাদের সঙ্গে স্থানীয় পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষও থাকবে। অনুশিলা বলেন, ‘‘পুলিশ ও স্থানীয় প্রশাসন যদি গন্ডগোল হবে বলে জানায়, তা হলে বুধবার বিমানকর্মী, পাইলট, বিমানসেবিকাদের আনার বিশেষ ব্যবস্থা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement