টালা ব্রিজ মেরামতির জন্য বন্ধ যানচলাচল। —ফাইল চিত্র।
উত্তর কলকাতার ক্যানাল সেতু এবং চিৎপুর সেতুর মেরামতির পরেই পূর্ত দফতরকে টালা সেতু ভাঙতে অনুরোধ জানাবে কেএমডিএ কর্তৃপক্ষ।
কেএমডিএ কর্তৃপক্ষ জানাচ্ছেন, টালা সেতু দিয়ে যানবাহন চলাচলের পরিবর্তে আর জি কর হাসপাতালের কাছে ক্যানাল সেতু এবং চিৎপুর সেতুকেই যানবাহন চলাচলের অন্যতম বিকল্প রাস্তা হিসেবে অনেক দিন আগেই ভাবা হয়েছে। ইতিমধ্যেই ওই দুই সেতু দিয়ে গাড়ি চলাচল করছে। এবং অনেক ক্ষেত্রে দুই সেতুতেই যানজট হচ্ছে। সেই কারণেই ওই দু’টি সেতু ভার বহন করতে কতটা সক্ষম, তা জানতে ইতিমধ্যেই কেএমডিএ সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করেছে।
ওই দুই সেতুরই মেরামতি প্রয়োজন বলেও স্বাস্থ্য পরীক্ষা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। টালা সেতু ভেঙে দিলে যানবাহনের পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যাবে। সে ক্ষেত্রে ওই দু’টি সেতু কাঠামো গত ভাবে দুর্বল থাকলে প্রচুর যানবাহনের ভার বহন করতে সমস্যা হতে পারে। সেই কারণেই কেএমডিএর তরফে ওই সিদ্ধান্ত। আগামী মাসেই ওই দু’টি সেতুর পরীক্ষা করা হবে বলে আপাতত কেএমডিএ-র তরফে সিদ্ধান্ত হয়েছে।