ফাইল চিত্র।
ঘনঘন বৃষ্টির জেরে পুজোর জন্য শহরকে প্রস্তুত করে তোলার কাজে কিছুটা পিছিয়ে পড়েছে পুর প্রশাসন। শহরের রাস্তাঘাট, আলো, জঞ্জাল এবং নিকাশির কাজ এখনও কতটা বাকি, তা জানতে বুধবার বৈঠক ডেকেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেখানে রেল, পূর্ত, কেএমডিএ-সহ রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সরকারি দফতরের পদস্থ কর্তারা হাজির ছিলেন। বৈঠকে মেয়র বলেন, ‘‘দুর্গাপুজো বাংলার খুব বড় উৎসব। এ শহরের যা জনসংখ্যা, তারও বহু গুণ বেশি মানুষ সে সময়ে কলকাতায় আসেন। তাই রাস্তাঘাট, নিকাশি, জঞ্জাল সাফাই ও আলো-সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুত থাকতে হবে। এ বার দেরিতে বর্ষা আসায় এবং গত কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ায় প্রস্তুতির কাজে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি।’’
পূর্ত দফতরের একাধিক রাস্তার হাল নিয়ে বৈঠকে ক্ষোভ জানান ১৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল। রামনগর থেকে তারাতলা পর্যন্ত রাস্তার হাল খুব খারাপ বলে জানান তিনি। বৈঠকে হাজির পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ার জানান, বৃষ্টির কারণে কাজ করতে দেরি হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য বেহালার বেহাল ডায়মন্ড হারবার রোডের প্রসঙ্গও ওঠে। আরভিএনএল-এর পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই কাজ শেষ করা হবে।
অন্য দিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে নারকেলডাঙা মেন রোডের নিকাশি পরিকাঠামো ভেঙে গিয়েছে। পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও ওই বরোর চেয়ারম্যান অনিন্দ্য রাউত জানান, দ্রুত ওই নিকাশি সারানোর জন্য মেট্রো কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু এখনও তা হয়নি। মেয়র জানান, পুজোয় বৃষ্টির আশঙ্কা থাকায় জমা জল সরাতে পাম্প রাখা হবে।