KMC

পার্কিং-দুর্নীতি রুখতে প্রচারে পুরসভার গাড়ি

পুরসভা সূত্রের খবর, বর্তমানে এ শহরে পুর লাইসেন্সপ্রাপ্ত বৈধ পার্কিং লটের সংখ্যা প্রায় ৬৫০।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২০ ০০:৫৬
Share:

ফাইল চিত্র।

কলকাতা পুরসভার পার্কিং লটে গাড়ি রাখতে নির্ধারিত ফি-র বেশি টাকা দেবেন না। বৃহস্পতিবার থেকে পুর প্রশাসনের তরফে শুরু হল এমনই প্রচার। পুরসভার একটি গাড়ি শহরের পথে পথে ঘুরে এই প্রচার চালাবে। এ দিন পুর ভবনে ওই প্রচার-গাড়ির যাত্রার সূচনা করেন মেয়র ফিরহাদ হাকিম এবং পার্কিং দফতরের মেয়র পারিষদ দেবাশিস কুমার।

Advertisement

পুরসভা সূত্রের খবর, বর্তমানে এ শহরে পুর লাইসেন্সপ্রাপ্ত বৈধ পার্কিং লটের সংখ্যা প্রায় ৬৫০। সে সব জায়গায় কোথায় গাড়ি রাখা যাবে, রং দিয়ে তা চিহ্নিতও করা হয়েছে। দরপত্র ডেকে কয়েকটি বেসরকারি সংস্থাকে পার্কিং-ফি আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে, পুরসভার নির্ধারিত পার্কিং ফি হল: দু’চাকার জন্য ঘণ্টায় পাঁচ টাকা, ছোট চার চাকার গাড়ির ক্ষেত্রে ১০ টাকা এবং লরি বা বাসের ক্ষেত্রে ২০ টাকা। অভিযোগ, ওই ফি-র চেয়ে অনেক সময়েই বেআইনি ভাবে দুই বা তিন গুণ বেশি টাকা আদায় করে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলি। অনেক সময়ে আবার বৈধ পার্কিং লটের বাইরে গাড়ি রাখলে তার জন্যও টাকা দাবি করা হয়। প্রচারে এই বিষয়গুলি সম্পর্কে শহরবাসীকে সচেতন করা হবে। এ দিন নিউ মার্কেট চত্বরে ঘোরে ওই প্রচার-গাড়ি। সেই গাড়িতে পার্কিং ফি-র তালিকাও রাখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement