ফাইল চিত্র।
কলকাতায় গঙ্গার ব্যস্ততম ঘাটগুলিতে তীর্থযাত্রীদের জন্য প্রচারের স্থায়ী ব্যবস্থা করা হবে। ঘাটে আসা মানুষজনকে জোয়ার-ভাটা-সহ যে কোনও আগাম সতর্কতামূলক খবর জানাতে ঘোষণা করা হবে মাইকে। শুধু অনুষ্ঠান বা পালা-পার্বণে নয়, সাবধানে ঘাটে নামার ব্যাপারে সারা বছরই মাইকে ঘোষণা করা হবে। বসানো হবে সিসি ক্যামেরাও। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
পুরসভা সূত্রের খবর, অসতর্কতার জেরে গঙ্গার ঘাটে গত এক বছরে ছ’জনের মৃত্যু হয়েছে। তাঁদের কেউ কেউ ঘাটে নেমে তলিয়ে গিয়েছেন। কেউ বা জলে পড়ে গিয়েছেন। এ দিন উত্তর কলকাতায় এক প্রশাসনিক বৈঠক করেন মেয়র ফিরহাদ। সেখানেই নিমতলা, বাগবাজার-সহ একাধিক ঘাটের পরিকাঠামো নিয়ে কথা ওঠে। সেখানেই বলা হয়, শুধু পুজো, মহালয়া বা বিসর্জনের সময়ে নয়, বছরভরই ওই ব্যবস্থা থাকবে। এর জন্য কী করতে হবে, ইঞ্জিনিয়ারদের তা দেখতে বলেছেন মেয়র।
পুরসভা সূত্রের খবর, পুলিশের পক্ষ থেকে বারবারই মাইকে স্থায়ী ভাবে প্রচার চালানোর কথা বলা হয়েছে। মাস কয়েক আগে এ ব্যাপারে উদ্যোগীও হয় পুলিশ। এ বার পুরসভা এ ব্যাপারে নজর দেওয়ায় পুলিশেরও সুবিধা হল। মেয়র জানান, যত শীঘ্র সম্ভব কাজ শুরু হবে। বাবুঘাট, বাজেকদমতলা, দইঘাট-সহ গঙ্গার তীরে থাকা গোটা দশেক ঘাটে ওই ব্যবস্থা করা হবে।