শহরের বড় রাস্তার নীচে নিকাশির হাল ফেরাতে আগেই ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)। এ বার ছোট রাস্তা, লেন ও বাইলেনের নীচে থাকা নিকাশির হাল ফেরাতে চায় কলকাতা পুরসভা। সেখানেও এডিবি-র সহায়তা পেতে সোমবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হলো পুরসভায়। সেখানে বেলজিয়াম, কানাডা এবং ডেনমার্ক থেকে আসা এডিবি-র প্রতিনিধিরা হাজির ছিলেন। প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক শেষে মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান, এর আগে দুই দফায় প্রায় ২০০০ কোটি টাকা ঋণ দিয়েছে ওই সংস্থা। তৃতীয় দফায় আরও ১৭০০ কোটি টাকা দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। ওই টাকা সংযোজিত এলাকার নিকাশি উন্নয়নে কাজে ব্যবহার করা হবে।
শোভনবাবু জানান, নীতিগত ভাবে এডিবি আবেদনে সায় দিয়েছে। তবে, পুরসভা প্রকল্প রিপোর্ট জমা দেওয়ার পর এ ব্যাপারে এডিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। পুরসভা সূত্রের খবর, এশীয় উন্নয়ন ব্যাঙ্কের ঋণে প্রথম দফার কাজ শেষ হয়েছে আগেই। দ্বিতীয় দফায় মোট ১২০০ কোটি টাকার কাজ চলছে, যার সিংহভাগ সংযোজিত কলকাতার ১২৮ থেকে ১৩২ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা পুনর্গঠনে ব্যয় করা হচ্ছে। এ বার ১২২ থেকে ১২৭ ওযার্ড এলাকা ছাড়াও যাদবপুর-সহ বালিগঞ্জের ৬৫,৬৬,৬৭ এবং ৬৮ ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার হাল ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে এ দিন শোভনবাবু জানান।