গরমে বাঁচতে পুর-উদ্যোগ

পথে বেরিয়ে প্রখর দাবদাহে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে পুরসভার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্তচাপ পরীক্ষা করিয়ে নিতে পারেন। পরামর্শ নিতে পারেন চিকিৎসকেরও। কলকাতা পুরসভা তাদের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা রাখছে। সম্প্রতি পুরভবনে স্বাস্থ্য দফতরের এক কর্মীর আকস্মিক মৃত্যুর পরে নড়ে বসে পুর প্রশাসন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০১৫ ০২:২৫
Share:

পথে বেরিয়ে প্রখর দাবদাহে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে পুরসভার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রক্তচাপ পরীক্ষা করিয়ে নিতে পারেন। পরামর্শ নিতে পারেন চিকিৎসকেরও। কলকাতা পুরসভা তাদের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে এই ব্যবস্থা রাখছে। সম্প্রতি পুরভবনে স্বাস্থ্য দফতরের এক কর্মীর আকস্মিক মৃত্যুর পরে নড়ে বসে পুর প্রশাসন। তার পরেই পুর-স্বাস্থ্য দফতর পুরসভার কর্মী ও শহরবাসীর প্রয়োজনে ওই প্রস্তাব পাঠায় পুর-কমিশনারের কাছে। মঙ্গলবার তা অনুমোদন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি জানান, পুরভবন-সহ শহরের প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার থাকেন। রয়েছে ব্লাড সুগার পরীক্ষার ব্যবস্থাও। শুধু পুরসভার কর্মীই নন, কোনও সাধারণ মানুষও অসুস্থ হয়ে পড়লে ওই কেন্দ্রে গিয়ে রক্তচাপ এবং ব্লাড সুগার পরীক্ষা করাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement