কলকাতা পুরভোটের প্রথম নির্বাচনী প্রচারসভা থেকে দলীয় প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা পুরভোটের প্রথম নির্বাচনী প্রচারসভা থেকে দলীয় প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগ নিয়ে নির্বাচনী সভায় সরাসরি কিছু না বললেও মমতার স্পষ্ট কথা, ‘‘বাড়ি তৈরির সামগ্রী কোথা কিনবেন, তা কাউন্সিলর ঠিক করে দেবে না।’’
গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে সিন্ডিকেট-রাজের অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বিজেপি-কে। যার জেরে তৃণমূলের একাধিক নেতাকে অস্বস্তিতেও পড়়তে হয়েছিল সেই সময়। বুধবার উত্তর কলকাতা ফুলবাগানের সভায় সে বিষয়ে সরাসরি কিছু না বললেও কাউন্সিলরদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন। তিনি বলেন, ‘‘আমার এলাকায় ঘর করবেন, এটা দিতে হবে, এ সব আর চলবে না। এলাকায় কে বাড়ি করবে, কাউন্সিলর ঠিক করবে না। যাঁরা আবেদন করছেন, খতিয়ে দেখে তাঁদের কাজ করে দাও। এর জন্য মুখ কেন দেখতে হবে?’’
তাঁর সংযোজন, ‘‘আমার কাছে কিছু এলে, খতিয়ে দেখে ব্যবস্থা নিই। আর কোনও জায়গায় বিপদ হলে কাউন্সিলর প্রথমে ছুটে যাবেন। যিনি এসব দেখতে পারবেন না, তিনি কাউন্সিলর হবেন না।’’
এর সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন বাড়ির প্ল্যানের অনুমতি অনলাইনে হয়ে গেছে। আগামী দিনে যা দরকার, অনলাইনেই চাইবেন। সাত দিনে হবে, এটা আমি চাই। শিল্পক্ষেত্রেও এটা আমরা করতে যাচ্ছি।’’