ব্যাঙ্কের মধ্যেই কেপমারি

ব্যাঙ্কের ভিতরেই কেপমারের কবলে পড়ে লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ তুললেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিমতার দুর্গানগরে। ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০০:৩৯
Share:

—প্রতীকী ছবি।

ব্যাঙ্কের ভিতরেই কেপমারের কবলে পড়ে লক্ষাধিক টাকা খোয়ানোর অভিযোগ তুললেন এক বৃদ্ধ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নিমতার দুর্গানগরে। ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য দুর্গানগরের বাসিন্দা, বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী সলিলকুমার রায় ওই দিন সকাল ১১টা নাগাদ এলাকারই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়েছিলেন মেয়ের

পড়াশোনার জন্য টাকা তুলতে। ৭৪ বছরের ওই বৃদ্ধ পুলিশকে জানিয়েছেন, ১ লক্ষ ৬১ হাজার টাকা তুলে ব্যাঙ্ক থেকে বেরোনোর সময়ে হঠাৎই তিনি ঘাড়ে তীব্র জ্বালা অনুভব করেন। কী হল বুঝতে না পেরে জামার কলার এ দিক-ও দিক করতে থাকেন সলিলবাবু। অভিযোগ, সে সময়ে আচমকাই এক অপরিচিত ব্যক্তি তাঁর দিকে এগিয়ে এসে ঘাড়ে জল দেওয়ার পরামর্শ দেয়।

Advertisement

সলিলবাবু বলেন, ‘‘ব্যাঙ্কের ভিতরেই এক দিকে নিয়ে গিয়ে ওই ব্যক্তি আমার ঘাড়ে জল ঢেলে হাত দিয়ে ঘষে দেয়। তাতে জ্বালার পরিমাণ আরও বেড়ে যায়। তখন কী করব বুঝে উঠতে পারছিলাম না।’’ তিনি জানান, এর পরে ওই জায়গা থেকে সরে গিয়ে একটি বেঞ্চে বসে পড়েন। কিছু ক্ষণ পরে জ্বালা কমতে সলিলবাবু খেয়াল করেন, ওই ব্যক্তি পাশে নেই। সেই সঙ্গে উধাও টাকা ও পাসবই থাকা তাঁর ছোট কাপড়ের ব্যাগটিও। তখনই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান সলিলবাবু।

বাড়ি ফিরে স্ত্রী প্রতিমাদেবীকে নিয়ে নিমতা থানায় যান ওই বৃদ্ধ। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ব্যাঙ্কে এসে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে। প্রাথমিক ভাবে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, বৃদ্ধের ঘাড়ে কোনও চুলকানির স্প্রে বা পাউডার ঢেলে দিয়েছিল ওই ব্যক্তি। যা থেকে জ্বালা করছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement