লালবাজার সূত্রে খবর, গত তিন দিন আগে যুগ্ম কমিশনার পদ মর্যাদার ওই শীর্ষ আধিকারিকের জ্বর আসে। ফাইল চিত্র।
করোনা সংক্রমণ অব্যাহত লালবাজারের অন্দরে। এ বার সংক্রমিত হলেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্তা। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই খবর লালবাজার সূত্রে। তবে এ বিষয়ে কলকাতা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লালবাজার সূত্রে খবর, গত তিন দিন আগে যুগ্ম কমিশনার পদ মর্যাদার ওই শীর্ষ আধিকারিকের জ্বর আসে। তিনি করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। কোভিড-১৯ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই তিনি হোম আইসোলেশনে রয়েছে। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের প্রত্যেকেরই পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কর্তব্যপালন করতে গিয়ে প্রায় প্রতি দিনই পুলিশের বিভিন্ন স্তরের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তবে সুস্থতার হারও সন্তোষজনক। লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত হাজারেরও বেশি আক্রান্ত। তবে লালবাজারের অন্দরে করোনা সংক্রমণের ঘটনা বাড়ায় কিছুটা উদ্বেগও বেড়েছে।
আরও পড়ুন:‘রোগের নাম শুনেই হেরে যাব! অন্তত লড়াইটা করি’
সুস্থতার হার বাড়লেও প্রায় প্রতিটি থানাতেই আক্রান্ত হচ্ছেন পুলিশকর্মীরা। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। থানার ভিতরে ব্যারাকে অনেক পুলিশকর্মী থাকেন। সংক্রমণ ঠেকাতে সেখানেও কর্মীর সংখ্যা কমানোর কথা বলা হয়েছে। কর্মীরা আক্রান্ত হওয়ায় অনেককেই কোয়ারান্টিনে পাঠাতে হচ্ছে।
আরও পড়ুন: দু’দিন ফুটপাতে পড়ে প্রৌঢ়, উদ্ধারে হকার
(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও। • সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২ • টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১ • কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)