লকডাউনে কাজ হারিয়ে অবসাদ, চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রৌঢ়

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর প্রায় ৪টে নাগাদ নিজের ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ১০:৫৭
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের পর কাজ হারিয়ে অবসাদে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। পুলিশ সূত্রে খবর, মৃত ওই প্রৌঢ়ের নাম সৌমিত্র সেন (৬৩)। তিনি গল্ফ ক্লাব রোডের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোর প্রায় ৪টে নাগাদ নিজের ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পড়শিরা প্রথমে তাঁকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। এর পর ঢাকুরিয়ার কাছে এক বেসরকারি হাসপাতালেও তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্ত্রী এবং মেয়ের সঙ্গে গল্ফ ক্লাব রোডের একটি আবাসনের চতুর্থ তলে থাকতেন সৌমিত্র। একটি ছোট সংস্থায় হিসাবরক্ষকের কাজ করতেন। কিন্তু লকডাউনের পর থেকে তাঁর চাকরি ছিল না। সে জন্য গত কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি। যার জেরেই তিনি আত্মঘাতী হন বলে খবর।

আরও পড়ুন: জীবনযুদ্ধে বিজয়ীর সম্বল শুধুই জেদ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement