দেবর্ষি চন্দ ও সজল রায়চৌধুরী
দু’দিন আগেই দেশের ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা ‘ক্যাট’-এ দেশের সেরার শিরোপা পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবর্ষি চন্দ। ক্যাম্পাসে যে-কোনও প্রতিবাদের পরিচিত মুখ দেবর্ষি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়ুয়া-শিক্ষকদের উপরে আক্রমণের প্রতিবাদের মিছিলেও হাজির। শুধু যাদবপুরের পড়ুয়ারা নন, সোমবার প্রতিবাদ মিছিলের খবর পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদবপুর ক্যাম্পাসে হাজির হন ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশার লোকজনও।
দেবর্ষি বলেন, ‘‘ফাসিস্ত শক্তিকে কোনও ছাড় নেই। যেখানে এরা মাথা তুলবে, সেখানেই এদের প্রতিহত করতে হবে।’’ বছর বাইশের দেবর্ষির পাশাপাশি মিছিলে হাজির ৮১ বছরের সজল রায়চৌধুরী। তাঁর মেয়ে যাদবপুরের প্রাক্তনী। মেয়ের সঙ্গেই চলে এসেছেন পড়ুয়াদের পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানাতে। গড়িয়ার বাসিন্দা সজলবাবুর গলায় ঝোলানো জেএনইউয়ে রবিবার রাতের হামলার প্রতিবাদে এবং শাহিনবাগের ধর্নার প্রতি সংহতি জানিয়ে লেখা পোস্টার। অশীতিপর মানুষটির প্রশ্ন, ‘‘এমন সময়ে কি আর ঘরে বসে থাকা যায়?’’
যাদবপুর ক্যাম্পাস থেকে এ দিন পড়ুয়াদের দু’টি মিছিল বেরোয়। প্রথমটির আয়োজক এসএফআই। দ্বিতীয় মিছিলে যোগ দিয়েছিলেন সব ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা। বাইরে থেকে আসা প্রতিবাদীরাও মিছিলে যোগ দিয়েছিলেন। মুহুর্মুহু উঠেছে ‘হাল্লা বোল’, ‘আজাদি’ স্লোগান।
জেএনইউয়ে হামলার প্রতিবাদে শহরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মিছিল। সোমবার। ছবি: শশাঙ্ক মণ্ডল
মিছিলে পা মিলিয়েছিলেন জেএনইউয়ের প্রাক্তনী পিয়া চক্রবর্তী। সমাজতত্ত্বের গবেষিকা পিয়া বলেন, ‘‘শিক্ষা ক্ষেত্রে কেন্দ্রের বর্তমান সরকার যে-আক্রমণ নামিয়ে এনেছে, তার প্রতিবাদ করতেই হবে। এরা জেএনইউ-কে দেশের শত্রু বলে দাগিয়ে দিচ্ছে। বাস্তবে এরা যা করছে, তা করা যায় না। আমাদের বুঝতে হবে শত্রু কারা, আর কারাই বা বন্ধু।’’ চাকরি সূত্রে দিল্লিতে থাকেন অনির্বাণ গুহ। এসেছিলেন কলকাতায়। এমন ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার পৌঁছে গিয়েছিলেন যাদবপুর ক্যাম্পাসে। অনির্বাণবাবু বললেন, ‘‘পরিস্থিতি এত খারাপ! তাই প্রতিবাদ জানাতে চলে এলাম মিছিলে।’’
আরও পড়ুন: বিবিধের মহামিলন দেখল কলেজ স্কোয়ার
নরেন্দ্র মোদী-অমিত শাহের মুখ ঢাকা ছবির পোস্টার নিয়ে মিছিলে হাজির হয়েছিলেন আবসার খাতুন। আবসার জানালেন, তিনি যাদবপুরের ছাত্রী নন। কিন্তু এই প্রতিবাদ মিছিলের খবর পেয়ে যোগ দিতে এসেছেন। বঙ্গবাসী কলেজের অর্থনীতির ছাত্রী আবসার বলেন, ‘‘গোটা দেশে যে-দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতেই হবে।’’ মিছিলেরই মুখ, যাদবপুরের এসএফআই নেত্রী উষসী পাল বলেন, ‘‘জেএনইউয়ে যে-জঘন্য আক্রমণ হল, তার নিন্দার ভাষা নেই। দেশের প্রতি কোণে বিরোধী কণ্ঠ রোধের এই প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই চলবে।’’
আরও পড়ুন: হস্টেলের ঘরও নিরাপদ নয়? প্রশ্ন উদ্বিগ্ন ছাত্রীদের
যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা)-ও এ দিন প্রতিবাদ মিছিল করে। ক্যাম্পাসে প্রতিবাদ সভারও আয়োজন করেছিল তারা। জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় জানান, জেএনইউয়ে যে-ঘটনা ঘটেছে, তা মেনে নেওয়া যায় না। ওই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রপতিকে চিঠি লেখার কথা ভাবছেন তাঁরা।