Jadavpur University

যাদবপুরে সমাবর্তনের প্রস্তুতি সত্ত্বেও রাজ্যপালের আসা অনিশ্চিতই

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্যপালকে সমাবর্তনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি আসবেন কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৩
Share:

আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস আসবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। ২৪ ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কয়েক দিন আগে বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্যপালকে সমাবর্তনের জন্য আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি আসবেন কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট ভাবে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, মঙ্গলবার রাজভবনের এক আধিকারিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমাবর্তনের প্রস্তুতি চালাতে বলেছেন।

Advertisement

আগেই সিদ্ধান্ত হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এ বারও সাম্মানিক ডি লিট এবং ডি এসসি দেওয়া হবে না। শুধু পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন আইআইটি খড়্গপুরের প্রাক্তন অধিকর্তা অমিতাভ ঘোষ।

এ দিন কর্মসমিতির বৈঠকে সমাবর্তনের বিষয়গুলি চূড়ান্ত হয়। তবে বিধি অনুযায়ী, এর পরে সমাবর্তন নিয়ে বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠক ডাকতে হয়। সে ক্ষেত্রে আচার্যের অনুমতি প্রয়োজন। এখনও সেই অনুমতি আসেনি।

Advertisement

উল্লেখ্য, গত বছর সমাবর্তন ঘিরে চূড়ান্ত বিতর্ক দেখা দেয়। রাজ্যপাল সমাবর্তন করতে বারণ করেন। তৎকালীন অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ সেই আপত্তি গ্রাহ্য না করে রাজ্য সরকারের অনুমতি নিয়ে সমাবর্তনের আয়োজন করেন। সমাবর্তনের ঠিক আগের রাতে তাঁকে পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল। তার পরেও রাজ্য সরকারের অনুমতিকে গুরুত্ব দিয়ে সমাবর্তন অনুষ্ঠান করেন বুদ্ধদেব।

এ দিন কর্মসমিতির বৈঠকের পরে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলা বিভাগের ছাত্র সংসদের তরফে ঘেরাও করা হয় সহ-উপাচার্য অমিতাভ দত্তকে। রাত পর্যন্ত ঘেরাও চলে বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement