Ira Basu

Ira Basu: অভিষেক লোক পাঠিয়েছিলেন, পেনশন-সমস্যা মেটার পথে, রাস্তায় থাকা ব্যক্তিগত বিষয়: ইরা বসু

নতুন করে আবার জীবন শুরু করতে চান ইরা। কিন্তু নিজের জন্য কারও কাছে হাত পাতবেন না। প্রয়োজনে আবার রাস্তায় থাকবেন, জানিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৯
Share:

হাসপাতাল থেকে খড়দার বাড়িতে ফিরলেন ইরা বসু। ফাইল ছবি।

লুম্বিনী পার্ক মানসিক হাসপাতাল থেকে খড়দহের বাড়িতে ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। বাড়ি ফিরে একটি সংবাদ চ্যানেলকে বলেন, হাসপাতালে ভর্তি থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো লোকের সঙ্গে তাঁর দেখা হয়েছে। পেনশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাঁকে। পাশাপাশি জানালেন, হুমকির কারণেই সল্টলেকের বাড়িতে তিনি থাকতে পারেননি। কে হুমকি দেয়, তার উত্তর দেননি ইরা দেবী।

একইসঙ্গে তাঁর ফুটপাথ-বাস নিয়েও নিউজ চ্যানেলের সামনে মুখ খুলেছেন ইরা। তাঁর দাবি, তিনি কারও কাছে হাত পাতবেন না। নিজের প্রয়োজনের কথাও কাউকে জানাবেন না। ইচ্ছে হলেই তিনি ফুটপাথে গিয়ে থাকবেন। তাঁর সাফ কথা, ‘‘কেন রাস্তায় থাকি তা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, দরকারে আবার থাকব।’’ তাঁর সঙ্গে এখনও বুদ্ধদেব ও মীরা ভট্টাচার্যের সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন ইরা। তিনি এখনও তাঁদের শ্রদ্ধা করেন।

Advertisement

সল্টলেকে নিজের বাড়ি থাকলেও সেখানে থাকেন না ইরা। তার কারণ হিসেবে বলেছেন, ‘‘আমাকে যখন হুমকি দেওয়া হয়, তখন আমি বাড়ি ছেড়ে চলে আসি। কে হুমকি দিয়েছে, কেন দিয়েছে, তা জানাতে বাধ্য নই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement