Death

মা-মেয়ের মৃত্যু কি আত্মহত্যা, শুরু তদন্ত

দুর্ঘটনার বদলে আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০২:২৮
Share:

প্রতীকী ছবি।

দুর্ঘটনাবশত আগুন লেগেছিল না কি আর্থিক অনটনের কারণে আত্মঘাতী হতে চেয়ে গায়ে আগুন দিয়ে মারা গিয়েছেন পর্ণশ্রী থানার দ্বিজেন মুখার্জি রোডের বাসিন্দা মা-মেয়ে, সেই ধোঁয়াশা এখনও কাটল না।

Advertisement

প্রাথমিক ভাবে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, গত অগস্টে ছেলের মৃত্যুর পরে সোমা মিত্র (৬৮) এবং তাঁর মেয়ে কাকলি মিত্র (৪২) বাড়ি ভাড়া দিতে না পেরে মহেশতলা থেকে বোনের বাড়িতে চলে আসেন। তার পর থেকে দু’জনের খরচ বহন করছিলেন সোমাদেবীর বোন ছবিরানি ঘোষ এবং বোনপো হীরক। ছেলের মৃত্যু এবং বোনের সংসারে এসে থাকা, দুইয়ে মিলে অবসাদেও ছিলেন তাঁরা। পাশাপাশি আগুন লাগার কারণ খুঁজতে গিয়ে প্রাথমিক ভাবে শর্ট সার্কিটের প্রমাণ পাননি তদন্তকারীরাও। উল্টে মা-মেয়ের ঘর থেকে কেরোসিনের বোতল পাওয়া গিয়েছে। ফলে দুর্ঘটনার বদলে আত্মহত্যার তত্ত্বই জোরদার হচ্ছে। তবে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করতে যাওয়া সোমাদেবীর পক্ষে সম্ভব ছিল না। সে ক্ষেত্রে কি মেয়ে কাকলি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছিলেন, আর তা থেকেই পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে? দু’জনের দেহের ময়না-তদন্ত হলেও রিপোর্ট আসেনি। সেটা পেলেই মা-মেয়ের মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement