IndiGo

Indigo Plane: দিল্লি-কলকাতা বিমানে ধোঁয়া, বিপদ-বার্তা পাঠালেন চালক, জরুরি অবতরণ দমদমে

কলকাতাগামী বিমানে ধোঁয়া! সতর্কতা জারি হলে এটিসিকে জরুরি অবতরণ করানোর অনুরোধ করেন চালক। শেষ পর্যন্ত নিরাপদেই নামে বিমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১৯:১৪
Share:

শেষ পর্যন্ত নিরাপদেই নামে ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি।

আবার বিপত্তি বিমানে। দিল্লি থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে জিনিসপত্র রাখার জায়গা (কার্গো) থেকে আচমকাই ধোঁয়া বার হচ্ছে বলে জানা যায়। অগ্রাধিকারের ভিত্তিতে নিরাপদ জায়গায় জরুরি অবতরণ করানোর জন্য কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে অনুরোধ জানান বিমানের চালকরা। শেষ পর্যন্ত নিরাপদেই নামে ইন্ডিগোর ৬ই-২৫১৩ বিমানটি। রক্ষা পান যাত্রীরা।

Advertisement

বিমান চালকরা বিপদের কথা জানানো পরেই কলকাতা বিমান বন্দরের দমকল বাহিনীকে তৈরি থাকতে বলে এটিসি। যদিও তাদের প্রয়োজন পড়েনি।

ইন্ডিগো সংস্থা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সমস্ত জরুরি প্রক্রিয়া অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনেই অবতরণ করিয়েছেন চালক। অবতরণের পর তদারকি চলছে। যদিও আগুন লেগেছিল বলে যে বিপদ-বার্তা জারি হয়েছিল, তা সত্যি নয়। সেই নিয়ে তদন্ত চলছে।’

Advertisement

বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র এক আধিকারিক বলেন, ‘‘জিনিসপত্র রাখার এলাকায় আগুন লেগেছে বলে বিপদ-বার্তা জারি হয়। তার পরেই ‘মে ডে’ ঘোষণা করেন বিমান চালক। পরে সেই বিপদ-বার্তা বাতিল হয়। কলকাতায় নিরাপদে বিমান অবতরণ করিয়েছেন চালক। পরে জানা যায় সতর্কতা ভুয়ো ছিল।’’

বিমান বা জাহাজে প্রাণহানিকর পরিস্থিতি তৈরি হলে জরুরিকালীন ‘মে ডে’ ঘোষণা করেন চালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement