ছবি : সংগৃহীত।
নারকেল তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু নারকেল তেল কি ত্বককে মৃত কোষ থেকেও মুক্ত করতে পারে? আয়ুর্বেদ বলছে, নারকেল তেলের সঙ্গে কিছু ঘরোয়া এবং সহজলভ্য মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বক মৃতকোষ মুক্ত হবে সহজেই। ঘাটতি হবে না ত্বকের আর্দ্রতারও। আবার বাজার চলতি স্ক্রাবে থাকা সংরক্ষণজনিত প্রক্রিয়াজাত রাসায়নিকও এড়ানো যাবে। অর্থাৎ সব দিক থেকেই ভাল থাকবে ত্বক।
ছবি: সংগৃহীত।
কী ভাবে বানাবেন নারকেল তেলের স্ক্রাব?
১। আধ কাপ নারকেল তেল, ১ কাপ চিনি এবং ১০ ফোঁটা ভ্যানিলার তেল দিয়েই তৈরি করা যাবে স্ক্রাব। প্রথমে নারকেল তেল গলিয়ে নেন। তার পরে তাতে চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার ওতে ভ্যানিলা তেল দিয়ে মিশিয়ে নিয়ে একটি ঢাকনা দেওয়া পাত্রে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন।
২। ১ টেবিল চামচ নারকেল তেল, ২ টেবিল চামচ সৈন্ধব নুন এবং ৩-৪ ফোঁটা গোলাপের তেল দিয়ে একটি পাত্রে কাঁটা চামচের সাহায্যে ভাল ভাবে ঘেঁটে নিলেই তৈরি স্ক্রাব। বায়ু নিরোধক পাত্রে রেখে দিন। হাত-পা-গলায় ঘারে ওই স্ক্রাব ব্যবহার করতে পারেন।
৩। আধ কাপ গুঁড়নো কফি (ইনস্ট্যান্ট কফি নয়), ১/৪ কাপ ব্রাউন সুগার এবং ১/৪ কাপ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে বায়ু নিরোধক পাত্রে ফ্রিজে সংরক্ষণ করে রাখুন। প্রয়োজন মতো ব্যবহার করুন।