সম্বুদ্ধ ঘোষ
কম্যান্ড হাসপাতাল চত্বরে জলে ডুবে সম্বুদ্ধ ঘোষের (৪) মৃত্যু নিয়ে ঘটনার ন’দিন পরে বিবৃতি প্রকাশ করল সেনা। শুক্রবার গভীর শোক প্রকাশের পাশাপাশি সেনা জানিয়েছে, ওই ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠিত হয়েছে। ভবিষ্যতে এমন অঘটন ঠেকাতে কী কী করণীয়, তা-ও সুপারিশ করবে ওই কমিটি।
সেনার বিবৃতি নিয়ে বিভিন্ন অভিযোগ ও প্রশ্ন তুলেছেন সম্বুদ্ধের বাবা শুভজিৎ ঘোষ। তাঁর দাবি, ‘‘সেনা লিখেছে, ওই স্কুল অলাভজনক সংস্থা। এটা পুরোপুরি ঠিক নয়। শুধু সেনাকর্মীর ছেলেমেয়েরাই ওই স্কুলে নিখরচায় পড়তে পারে। আমাদের কিন্তু প্রতি বছর ৬৬ হাজার টাকা করে দিতে হত।’’ তাঁর আরও অভিযোগ, ‘‘সেনা বলেছে, ঘটনার পরেই স্কুলের তরফে পুলিশ ও অভিভাবককে দুর্ঘটনার কথা জানানো হয়েছিল। আমি অন্য এক অভিভাবককে ফোন করে ছেলের মৃত্যুর কথা জানতে পারি।’’ তাঁর আরও অভিযোগ, আদালতে গিয়ে তিনি জানতে পেরেছেন, তদন্তে সেনা কর্তৃপক্ষ একেবারেই সহযোগিতা করছেন না পুলিশের সঙ্গে।
গত ২০ ফেব্রুয়ারি স্কুলে ‘হাইড্রোথেরাপি’র জলে ডুবে মৃত্যু হয় সম্বুদ্ধের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় গাফিলতির অভিযোগ করে সম্বুদ্ধের পরিবার। শুভজিৎ বলেন, ‘‘আগামী দিনে কী করা হবে, সেনা সে কথা বলছে। আমার ছেলের মৃত্যুর তদন্তের কী হল, তা বলছে না কেন?’’