Bike Theft

ক্রেতা সেজে এসে বাইক নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর

পুলিশ সূত্রের খবর, কেশব দত্ত নামে ওই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন, বিজ্ঞাপন দেখে দুই যুবক তাঁকে ফোন করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৩:২৯
Share:

—ফাইল চিত্র।

একটি অ্যাপে নিজের মোটরবাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, কেশব দত্ত নামে ওই ব্যক্তি অভিযোগে জানিয়েছেন, বিজ্ঞাপন দেখে দুই যুবক তাঁকে ফোন করে। শুক্রবার সন্ধ্যায় বাইক নিয়ে কেশবকে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া স্টেশন রোডে আসতে বলে তারা। সেই মতো কেশব নির্দিষ্ট জায়গায় পৌঁছন। এর পরে ওই দুই যুবক এসে মোটরবাইকটি পরীক্ষা

করে জানায়, সেটির যা দাম হবে, তার মধ্যে এটিএম থেকে তুলে ২০ হাজার টাকা দেবে তারা। বাকি টাকা নরেন্দ্রপুরের বোড়ালে গিয়ে কেশবকে দিয়ে দেওয়া হবে।

Advertisement

কেশব জানিয়েছেন, এর পরে তাঁকে মোটরবাইকের পিছনে বসিয়ে ওই দুই যুবক নরেন্দ্রপুর থানার বিভিন্ন এলাকা ঘুরে সোনারপুরের জয়েনপুরে আসে। বাইকের ইঞ্জিনে গোলমাল আছে, এই বলে কেশবকে নেমে তা দেখতে বলে। তিনি নামতেই বাইক নিয়ে চম্পট দেয় দুই অভিযুক্ত। রাতেই থানায় অভিযোগ দায়ের করেন কেশব। পুলিশ জানিয়েছে, মোটরবাইকটির সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে। দুই অভিযুক্তের চেহারার বিবরণও জানা গিয়েছে। যে নম্বর থেকে তারা কেশবকে ফোন করেছিল, সেটির সূত্র ধরে তাদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement