—ফাইল চিত্র।
চলতি সপ্তাহেই বাগড়ি মার্কেট পরিদর্শনে আসার কথা ছিল আইআইটি বিশেষজ্ঞদের। সেই মতোই আগামী কাল, শনিবার আইআইটি রুরকির এক প্রতিনিধিদল বাগড়ি মার্কেট পরিদর্শন করবেন। তাঁদের তরফে ইতিমধ্যেই আসার বিষয়টি জানানো হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। তবে আজ, শুক্রবার আইআইটি খড়্গপুরের একটি দল ওই মার্কেট পরিদর্শন করতে পারে।
প্রসঙ্গত, অগ্নিকাণ্ডের পরে বাগড়ি মার্কেটের কাঠামোর অবস্থা কেমন রয়েছে, তা পরীক্ষা করে দেখার জন্য আইআইটি বিশেষজ্ঞদের
আমন্ত্রণ জানিয়েছিল কলকাতা পুরসভা। আইআইটি রুরকি ও আইআইটি খড়্গপুরকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে আইআইটি রুরকির বিশেষজ্ঞেরা শনিবার আসবেন বলে পুর কর্তৃপক্ষকে জানিয়েছেন। অন্য দিকে, আজ, শুক্রবার আইআইটি খড়্গপুরের এক বিশেষজ্ঞদলের অন্য একটি কারণে শহরে আসার কথা। পুর কর্তৃপক্ষ ওই দলের সদস্যদেরও অনুরোধ করেছেন বাগড়ি মার্কেট ঘুরে দেখার জন্য। তবে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
বাগড়ি মার্কেটের পুড়ে যাওয়া অংশ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ভেঙে ফেলতে হবে কি না, সে ব্যাপারে জানতে আইআইটি বিশেষজ্ঞদের মতামতের উপরেই নির্ভর করছে পুরসভা। পুর বিল্ডিং দফতরের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘আইআইটি বিশেষজ্ঞেরা যা বলবেন, তার উপরে নির্ভর করেই আমরা সিদ্ধান্ত নেব।’’