Ragging

র‌্যাগিংয়ের অভিযোগে চাঞ্চল্য শিবপুরে

তবে নিজের নাম জানাননি ওই ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩
Share:

—ফাইল চিত্র।

প্রথম বর্ষের এক ছাত্রীর উপরে র‌্যাগিংয়ের অভিযোগ উঠল শিবপুরের ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (আইআইইএসটি)-তে। সূত্রের খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রী এই সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘অ্যান্টি-র‌্যাগিং কমিটি’-তে অভিযোগ করে জানান, কয়েক জন সিনিয়রের কাছে তিনি র‌্যাগিংয়ের শিকার হয়েছেন। তবে নিজের নাম জানাননি ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আগেই এই অভিযোগকে ঘিরে আইআইইএসটি-তে চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‌্যাগিং কমিটি তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের পরে আইআইইএসটি কর্তৃপক্ষের দাবি, কেউ মজা করে বা সমাবর্তনে বাধা সৃষ্টি করতেই এই অভিযোগ করেছেন।

Advertisement

আইআইইএসটি সূত্রে জানা গিয়েছে, গত ৩১ তারিখ ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। সেখানে দেশ-বিদেশের নানা বিজ্ঞানী ও বিশিষ্টজনেরা আমন্ত্রিত ছিলেন। এরই মধ্যে গত মঙ্গলবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের অ্যান্টি-র‌্যাগিং কমিটি থেকে জানা যায়, নাম না করে প্রথম বর্ষের এক ছাত্রী অভিযোগ করেছেন যে, সিনিয়রেরা তাঁর উপরে র‌্যাগিং করেছেন। প্রতিষ্ঠানের অধিকর্তা পার্থসারথি চক্রবর্তী জানান, অভিযোগ পেয়ে তিনি বিষয়টি অ্যান্টি-র‌্যাগিং কমিটিকে তদন্ত করে দেখতে বলেছেন। এমনকি, সমাবর্তন অনুষ্ঠানের আগের দিনই গত বৃহস্পতিবার এ বিষয়ে জরুরি বৈঠক ডাকেন তিনি।

শনিবার পার্থসারথিবাবু বলেন, ‘‘আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে বৈঠক করি। কিন্তু কেউই র‌্যাগিংয়ের অভিযোগ করেননি। মনে হচ্ছে, কেউ মজা করার জন্য এই অভিযোগ করেছেন। অথবা এটি এমন কারও মস্তিষ্কপ্রসূত, যিনি চাইছিলেন না, সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে হোক।’’

Advertisement

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এমনই একটা অভিযোগ, যেখানে অভিযোগকারীর নাম নেই। তাই অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement