পুজোয় ছুটি বাতিল হাওড়া পুরসভায়

কয়েক দিনের মধ্যেই শুরু হবে দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে ঠাকুর দেখতে হাওড়ার রাস্তায় মানুষের ঢল নামে। সেই সময়ে বৃষ্টি হলে জমা জলে পুজো দেখা যাতে মাটি না হয়, তা নিশ্চিত করতেই উঠেপড়ে লেগেছে পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৪
Share:

ফাইল চিত্র।

পুজোয় বৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় নিকাশি-সহ কয়েকটি বিভাগের অফিসারদের ছুটি বাতিল করল হাওড়া পুরসভা। মঙ্গলবার পুর কর্তৃপক্ষ একটি নোটিস দিয়ে জানিয়েছে, পুর পরিষেবা অক্ষুণ্ণ রাখতে পুজোর দিনেও অফিসারদের দফতরে থাকতে হবে।

Advertisement

কয়েক দিনের মধ্যেই শুরু হবে দুর্গাপুজো। পুজোর দিনগুলিতে ঠাকুর দেখতে হাওড়ার রাস্তায় মানুষের ঢল নামে। সেই সময়ে বৃষ্টি হলে জমা জলে পুজো দেখা যাতে মাটি না হয়, তা নিশ্চিত করতেই উঠেপড়ে লেগেছে পুরসভা। ইতিমধ্যেই ভাঙাচোরা রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। যদিও অভিযোগ, সেই কাজ করা হচ্ছে জোড়াতালি দিয়ে। এ বিষয়ে হাওড়া পুরসভার প্রশাসক তথা কমিশনার বিজিন কৃষ্ণ বলেন, ‘‘প্রতিটি রাস্তার কাজের মানই খতিয়ে দেখা হবে। তবেই ঠিকাদারদের বিল পাশ হবে। পুরসভার পদস্থ আধিকারিকদের এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হবে।’’

পুর কমিশনার জানান, আগামী ২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পুরকর্মীদের সরকারি ভাবে ছুটি পাওয়ার কথা। কিন্তু পুজোয় বৃষ্টি হলে শহরকে সচল রাখতেই হাওড়া পুরসভার বিভিন্ন আধিকারিক ও আপৎকালীন পরিষেবায় যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, পুজোর দিনগুলিতে পুরসভার সদর দফতর-সহ প্রতিটি অফিস খোলা থাকবে। বিল্ডিং, জল সরবরাহ, সাফাই, নিকাশি-সহ অধিকাংশ বিভাগই খোলা রাখা হবে। বেলা ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত আধিকারিকেরা তাঁদের দফতরে উপস্থিত থাকবেন। থাকবেন বিভিন্ন দফতরের সাধারণ কর্মীরাও।

Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজোর সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুর কমিশনার বলেন, ‘‘হাওড়া পুরসভার বিভিন্ন এলাকায় রয়েছে মোট ছ’টি পাম্পিং স্টেশন। এ ছাড়াও আছে মোট ৪৪টি ছোট পাম্প। পুজোর দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা থাকায় পাম্পিং স্টেশন ও পাম্পগুলি তৈরি রাখা হবে।’’ এ জন্য পুরকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। পুজোর সময়ে হাওড়ার সমস্ত রাস্তা থেকে যাতে আবর্জনা ঠিক সময়ে পরিষ্কার করা হয়, তার তদারকি করতে জঞ্জাল অপসারণ দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পুর কমিশনারের দাবি, পুজো নির্বিঘ্নে কাটাতে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থাই করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement