দ্রুত জামিন কেন, প্রশ্ন নিচু তলার

পুলিশি নিগ্রহের ঘটনায় অভিযুক্তেরা কী ভাবে কিছু দিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে ফিরে আসে, তা নিয়ে প্রশ্ন তুলল বাহিনীর নিচু তলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৮ ০২:৫৩
Share:

পুলিশি নিগ্রহের ঘটনায় অভিযুক্তেরা কী ভাবে কিছু দিনের মধ্যেই জামিনে ছাড়া পেয়ে ফিরে আসে, তা নিয়ে প্রশ্ন তুলল বাহিনীর নিচু তলা।

Advertisement

বন্দর এলাকার একটি থানার এক অফিসারের মন্তব্য, ‘‘গত এক বছরের মধ্যে পুলিশকে নিগ্রহের অন্তত ১৫টি ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্তেরা জামিন পেয়ে আক্রান্ত পুলিশের সামনেই ঘুরে বেড়াচ্ছে। কেউ আবার কিছু দিন গা-ঢাকা দিয়ে থাকার পরে জামিন পেয়ে যাচ্ছে।’’

উত্তর কলকাতার একটি থানার এক অফিসার এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন ২০১৫ সালে পুরসভা নির্বাচনের আগের একটি ঘটনাকে। ওই ঘটনায় আলিপুরে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সভায় হামলার পাশাপাশি পুলিশের উপরে আক্রমণের অভিযোগ আনা হয়েছিল তৃণমূল নেতা প্রতাপ সাহার বিরুদ্ধে। ওই অফিসার বলেন, ‘‘কিছু দিন গা-ঢাকা দিয়ে থাকার পরে পুলিশের সামনে দিয়েই প্রতাপ আদালতে হাজির হন। জামিনও পান।’’

Advertisement

লালবাজারের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করা হয়। যেমন হয়েছে শুক্রবারের ঘটনায়। সাম্প্রতিক কালে পুলিশকে নিগ্রহের যে ক’টি ঘটনা ঘটেছে, তার প্রতিটিতেই দ্রুত চার্জশিট পেশ করা হয়েছে বলেও ফেসবুকে দাবি করেছে পুলিশ।

জামিন-অযোগ্য ধারায় মামলা হলেও কী ভাবে দ্রুত জামিন পাচ্ছেন অভিযুক্তেরা? লালবাজারের এক সূত্রের বক্তব্য, অভিযুক্ত কিছু দিন পরে আইনের নিয়মেই জামিন পেয়ে যায়। পুলিশের কিছু করার থাকে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement