ফাইল চিত্র।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে উদ্যান তৈরির পরিকল্পনা করল হিডকো। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ‘সোনার কেল্লা’ উদ্যানটি। প্রফেসর শঙ্কুকে নিয়ে এখন একটি পার্ক তৈরির কাজ চলছে।
প্রয়াত অভিনেতার স্মরণে নিউ টাউনের নজরুল তীর্থে চার দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছিল হিডকো। সেখানে তাঁর অভিনীত সিনেমার প্রদর্শনের ব্যবস্থাও ছিল। হিডকোর তৈরি বয়স্কদের আবাসনে চলেছিল সপ্তাহব্যাপী প্রদর্শনী।
হিডকোর এক কর্তা জানান, মূল ভাবনায় ‘সোনার কেল্লা’ চলচ্চিত্রকে সামনে রেখে একটি উদ্যান সাজানো হয়েছে। একই ভাবে প্রফেসর শঙ্কু চরিত্রকে বিবেচনায় রেখে সাজছে আরও একটি উদ্যান। তেমন ভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘অপুর সংসার’-কে মনে করাতেই নিউ টাউনে উদ্যান তৈরির পরিকল্পনা হয়েছে।
সংস্থার এক শীর্ষ কর্তা জানাচ্ছেন, বাঙালি আবেগে গেঁথে থাকা দু’টি চরিত্র, অপু এবং ফেলুদাকে আরও মজবুত করেছে সৌমিত্রবাবুর অভিনয়। সেই অবদানকে সম্মান জানাতে অভিনেতার স্মরণে পার্ক তৈরি করার এই সিদ্ধান্ত। তাঁর স্মৃতিতে আয়োজিত অনুষ্ঠানে মানুষ শিল্পী সম্পর্কে যে মতামত লিপিবদ্ধ করেছেন তা একত্রিত করে বই প্রকাশের পরিকল্পনা করেছে সংস্থা।