Heroine

২০ কোটির হেরোইন উদ্ধার, ধৃত পাচারকারী

পুলিশ জানিয়েছে, ধৃত হালিম উত্তর-পূর্ব ভারত থেকে ওই মাদক নিয়ে এসে কলকাতায় কারও হাতে তুলে দিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ০৩:১৮
Share:

—প্রতীকী ছবি

ধর্মতলায় ২০ কোটি টাকার মাদক-সহ এক পাচারকারীকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ সূত্রের খবর, বিশেষ সূত্রে খবর পেয়ে তারা শুক্রবার ধর্মতলা বাসস্ট্যান্ডে নজরদারি চালাচ্ছিল। সেখানেই প্রচুর পরিমাণ হেরোইন সমেত ওই পাচারকারীকে ধরে ফেলেন গোয়েন্দারা। এসটিএফ জানিয়েছে, ধৃত ব্যক্তি মালদহের বাসিন্দা। তার নাম হালিম শেখ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত হালিম উত্তর-পূর্ব ভারত থেকে ওই মাদক নিয়ে এসে কলকাতায় কারও হাতে তুলে দিত। কিন্তু ওই দিন তার আগেই সে পুলিশের জালে ধরা পড়ে যায়। তদন্তকারী অফিসারেরা জানাচ্ছেন, প্রাথমিক জেরায় হালিম জানিয়েছে, যে ব্যক্তি তার হাতে হেরোইন তুলে দিয়েছিল, সে বলেছিল, কলকাতায় ওই মাদক এনে অন্য এক জনের হাতে তুলে দিতে হবে। পরে সেগুলি কোথায় নিয়ে যাওয়া হত, হালিম তা জানে না বলেই দাবি করেছে। তার সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের জন্যই ওই মাদক কলকাতায় আনানো হয়েছিল।

এক তদন্তকারী অফিসার জানান, ৩ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ওই হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২০ কোটি টাকা। শুক্রবার গ্রেফতারের পরে ধৃতকে শনিবার আদালতে তোলা হয়। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement