ঐতিহ্যবাহী বাড়ির তথ্যভাণ্ডার করতে চেয়ে চিঠি পুরসভাকে

পুরসভা সূত্রের খবর, কলকাতায় ঐতিহ্যবাহী ভবনের সংখ্যা প্রায় ১২০০। তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সেগুলিকে। গ্রেড ওয়ান, গ্রেড টুএ এবং টুবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ০২:২২
Share:

কলকাতা শহরের ঐতিহ্যবাহী ভবনগুলির ইতিহাস নথিভুক্ত করতে চায় রাজ্য হেরিটেজ কমিশন।

কলকাতা শহরের ঐতিহ্যবাহী ভবনগুলির ইতিহাস নথিভুক্ত করতে চায় রাজ্য হেরিটেজ কমিশন। সম্প্রতি কলকাতা পুর প্রশাসনের কাছে একটি চিঠি পাঠিয়ে এমনই জানিয়েছেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন। চিঠিতে তিনি লিখেছেন, কলকাতা শহরের হেরিটেজ ভবনগুলির ইতিহাস সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার গড়ে তোলার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কলকাতার এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ ভাবে ওই কাজ করতে চায় রাজ্য হেরিটেজ কমিশন। ওই কাজে সহায়তা করার জন্য কলকাতা পুর প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। তাতে বলা হয়েছে, পুর প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বরোর চেয়ারম্যান এবং ওয়ার্ডের কাউন্সিলরদের তথ্য দিয়ে সহায়তা করার কথা বলা হোক। দিন কয়েক আগে ওই চিঠি পৌঁছেছে মেয়র এবং পুর কমিশনারের কাছে। সোমবার এ ব্যাপারে প্রশ্ন করা হলে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘চিঠি এসেছে। তবে এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’’

Advertisement

পুরসভা সূত্রের খবর, কলকাতায় ঐতিহ্যবাহী ভবনের সংখ্যা প্রায় ১২০০। তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে সেগুলিকে। গ্রেড ওয়ান, গ্রেড টুএ এবং টুবি। বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনের ইতিহাস পুরসভার নথিতেও রয়েছে। পুরসভার এক আধিকারিক জানান, রাজ্য হেরিটেজ কমিশন চিঠিতে জানিয়েছে ওই কাজ করতে প্রচুর লোকবল দরকার। তাই হেরিটেজ কমিশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ভূগোল এবং স্থাপত্যবিদ্যার স্নাতকদের ওই কাজে যুক্ত করতে চায়। যাঁরা ওই

সব বিষয়ে গবেষণা করছেন, তাঁদেরও কাজে লাগানোর কথা চিঠিতে জানানো হয়েছে। এলাকা ভাগ করে তাঁদের দায়িত্ব দেওয়া হবে। হেরিটেজ ভবনের ছবি, তথ্য সবই সংগ্রহ করা হবে।

Advertisement

এই কাজে এক বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠছে পুরমহলে। তবে বিষয়টি নিয়ে কেউ সরাসরি কিছু মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement