জল জমেছে চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে।—নিজস্ব চিত্র।
সকাল থেকেই তুমুল বৃষ্টিতে ভাসল মহানগর। জল জমল কলকাতা ও তার আশপাশের বিভিন্ন অংশে।
বৃষ্টিভাগ্যে মহানগরকে হতাশ করেছিল জুন। কিন্তু ক্যালেন্ডারের পাতা বদলাতেই বদলে গেল ছবিটা। শুক্রবার সকাল থেকেই শহরের আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। তারপরেই শুরু হল বৃষ্টি। মেঘলা আকাশের জেরে এ দিন তাপমাত্রাও অনেক কম। হাল্কা থেকে মাঝারি, কোথাও বা ভারী— সকাল থেকেই চলছে বৃষ্টি। বেলা বাড়তে তা একটু কমে বটে, তবে ঝিরঝিরে ভাবে নেমে আসছে মাঝে মাঝেই।
আরও পড়ুন: বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে দানা বেঁধেছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণে সৃষ্ট নিম্নচাপই এই ভারী বর্ষণের কারণ। তাছাড়া বিহার লাগোয়া উত্তরপ্রদেশেও নিম্নচাপ তৈরি হয়েছে। সাগর থেকে হু হু করে জোলো হাওয়া ঢুকে বর্ষার মেঘ তৈরি করেছে।
লালবাজার ট্রাফিক কন্ট্রোল সূত্রে খবর, উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন অংশে জল জমে যান চলাচল বিপর্যস্ত। এই মুহূর্তে জল রয়েছে বেকবাগান, গড়িয়াহাট, বালিগঞ্জ, লালবাজার, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট এবং সৈয়দ আমির আলি অ্যাভিনিউতে। জল জমার কারণে জ্যাম রয়েছে মা উড়ালপুলে। শহরের বিভিন্ন অংশে যান চলাচল ধীরগতিতে হচ্ছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন কম বেশি বৃষ্টি চলবে।