Suicide

Death: মোবাইল না ঘেঁটে পড়তে বলেন বাবা, পর দিনই গরফায় ঝুলন্ত দেহ উদ্ধার কলেজপড়ুয়ার

পরীক্ষা চলছে। মোবাইল ছেড়ে পড়তে বলেছিলেন বাবা। সেই নিয়ে কথা কাটাকাটি। সোমবার ২১ বছরের কলেজপড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল গরফায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২২ ১৮:২০
Share:

উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। — ছবি প্রতীকী।

সিটি কলেজের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল তাঁর গরফার বাড়ি থেকে। মৃতের নাম দ্বৈপায়ন সরকার। তিনি সিটি কলেজে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে গরফার বাড়ি থেকে দ্বৈপায়নের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর গলায় শাড়ির ফাঁস ছিল। দেহ উদ্ধার করে পুলিশ ওই পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, দ্বৈপায়নের স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষা চলছিল। সোমবারও পরীক্ষা ছিল। রবিবার রাতে তাঁর বাবা মোবাইল না ঘেঁটে দ্বৈপায়নকে পড়াশোনা করতে বলেছিলেন। তা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সময় দ্বৈপায়নের মা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। এর পরেই সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement