ফাইল চিত্র।
সংক্রমণ এড়াতে গত বছর দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল হাই কোর্ট। গত বছরের তুলনায় পরিস্থিতির পরিবর্তন ঘটলেও ফের সংক্রমণ বাড়ছে। তাই মণ্ডপে যে স্বেচ্ছাসেবকেরা থাকবেন, তাঁদের প্রতিষেধকের দু’টি ডোজ় বাধ্যতামূলক করছে বিধাননগর পুলিশ। দিনে মণ্ডপ চত্বর ৪-৬ বার জীবাণুমুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সল্টলেক ও নিউ টাউনের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন বিধাননগরের পুলিশ ও পুর প্রশাসনের কর্তাব্যক্তিরা। মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা বজায় রাখা হয়েছে। জোর দেওয়া হয়েছে দূরত্ব-বিধি মানার উপরেও। জোর করে চাঁদা আদায় নিয়েও সতর্ক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইনেই পুজোর অনুমতি দেওয়া হবে। দমকলের প্রবেশের জন্য মণ্ডপের চার পাশ খোলা রাখতে বলা হয়েছে। দর্শকদের উপস্থিতি ভাল হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানিয়েছেন, পুলিশের দেওয়া নির্দেশিকা মেনে চলা হবে।
নিউ টাউনের বৈঠকে উদ্যোক্তাদের কয়েক জন অভিযোগ করেন, গত বছরে অনেক ক্লাবই সরকারের দেওয়া ৫০ হাজার টাকা পায়নি।