BDM International School

ফি নিয়ে বিক্ষোভ গড়িয়ার স্কুলে

অন্য এক অভিভাবকের দাবি, ২০১৭ সালে স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় অনেকটা ফি বাড়িয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৫:১০
Share:

বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল।—ছবি সংগৃহীত।

ফি বৃদ্ধির প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা। এ বার ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করলেন গড়িয়ার প্রতাপগড়ের বি ডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবকদের একাংশ। মঙ্গলবার ওই স্কুলের সামনে অভিভাবকদের একাংশ জড়ো হয়ে জানান, প্রতি বছর যে হারে ফি বৃদ্ধি হয়, এ বার তার থেকে অনেক বেশি ফি বৃদ্ধি করেছেন স্কুল কর্তৃপক্ষ। এই বর্ধিত ফি কমানোর জন্য তাঁরা স্কুলের অধ্যক্ষাকে স্মারকলিপি দিয়েছেন।

Advertisement

এ দিনের বিক্ষোভে ছিলেন নবম শ্রেণির এক পড়ুয়ার বাবা। তাঁর অভিযোগ, প্রতি বছর ২০০ টাকার মতো ফি বাড়ানো হয়। এ বার এক ধাক্কায় তা ৬০০ টাকা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বছরের মাঝেও নানা খাতে খরচ বাবদ স্কুল কর্তৃপক্ষ টাকা নিয়েছেন। ফলে এতটা ফি বৃদ্ধি তাঁরা মেনে নেবেন না।

অন্য এক অভিভাবকের দাবি, ২০১৭ সালে স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় অনেকটা ফি বাড়িয়েছিলেন। তখন কর্তৃপক্ষ জানিয়েছিলেন এতটা ফি তাঁরা আর ভবিষ্যতে বাড়াবেন না। কিন্তু দু’বছর যেতে না যেতেই ফের এক ধাক্কায় ফি অনেকটা বাড়ানো হল।

Advertisement

ওই স্কুলের অধ্যক্ষা বিজয়া চৌধুরী জানান, ফি বাড়ানো হয়েছে আট শতাংশের থেকেও কম। বিজয়াদেবী বলেন, ‘‘রাজ্য সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষকদের বেতন দেওয়া হচ্ছে। সেই সঙ্গে এত বড় স্কুলের বিভিন্ন পরিকাঠামোর খরচ রয়েছে। তবু আট শতাংশের কম ফি বাড়িয়েছি আমরা।’’ বিজয়াদেবীর দাবি, মুষ্টিমেয় কয়েক জন অভিভাবক এ দিন বিক্ষোভ দেখিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement