হিন্দু স্কুলের দুশো বছর পূর্তির প্রাক্কালে সেখানে প্রাথমিক স্তর থেকে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালু করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’’ প্রসঙ্গত, হিন্দু স্কুলে এখন একাদশ-দ্বাদশ শ্রেণিতে ইংরেজি মাধ্যমে পঠনপাঠন চালু আছে।
হিন্দু স্কুলে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর দাবি উঠছে বেশ কয়েক বছর ধরেই। শিক্ষা মহলের বক্তব্য, অভিভাবকদের ইংরেজি মাধ্যম স্কুলে সন্তানকে ভর্তির প্রবণতা থেকেই এই দাবি উঠেছে। রাজ্যের সরকারি স্কুলগুলিতে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর ভাবনা শুরু হয়েছিল বাম আমলেই। সূত্রের খবর, বামফ্রন্টের অভ্যন্তরেই বিষয়টি নিয়ে আপত্তি ওঠায় তা আর বাস্তবায়িত হয়নি। পরে ২০১০ সালে মোট ১১টি সরকারি স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণিতে ইংরেজি মাধ্যম চালুর সিদ্ধান্ত হয়। তৃণমূলের আমলে আরও ২৬টি স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণিতে বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু হয়েছে।
শিক্ষা দফতর সূত্রের খবর, এ বার ঐতিহ্যশালী হিন্দু স্কুল দিয়েই সরকারি স্কুলের প্রাথমিক স্তরে ইংরেজি মাধ্যমের সূচনা করতে চাইছে সরকার। স্কুলের প্রধানশিক্ষক তুষারকান্তি সামন্ত বলেন, ‘‘ইংরেজি মাধ্যম চালু হলে আরও ভাল ছাত্র পাওয়া যাবে। ফলে আবার হিন্দু তার পুরনো গরিমা ফিরে পাবে।’’