SSKM Hospital

এসএসকেএমে যৌন হেনস্থা, যুবককে পাকড়াও করে পুলিশে দিলেন তরুণী নিজেই

এ দিন সকাল এগারোটা নাগাদ বছর তেইশের এক তরুণী এক যুবককে হাত ধরে টানতে টানতে নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশ কিয়স্কে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ২০:০৫
Share:

এসএসকেএম হাসপাতাল। —ফাইল চিত্র।

যৌন হেনস্থাকারীকে হাতেনাতে পাকড়াও করে টানতে টানতে এনে পুলিশের হাতে তুলে দিলেন তরুণী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে। ওই তরুণী তাঁর বাবাকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। অভিযুক্ত নিজেও এসেছিলেন চিকিৎসার জন্য।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল এগারোটা নাগাদ বছর তেইশের এক তরুণী এক যুবককে হাত ধরে টানতে টানতে নিয়ে আসেন এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগের সামনে পুলিশ কিয়স্কে।

পুলিশ কর্মীদের জানান ওই যুবক তাঁকে যৌন হেনস্থা করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তাঁর বাবার মস্তিষ্কে রক্ত জমে রয়েছে। সেই চিকিৎসার জন্যই তিনি বাবাকে আউটডোরে দেখাতে এনেছিলেন। তরুণী পুলিশকে জানিয়েছেন, আউটডোরে রোগীদের লাইনে বাবাকে দাঁড় করিয়ে তিনি পাশে একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে ছিলেন। অভযোগ, ঠিক সেই সময়ে এক যুবক পিছন থেকে এসে তার গায়ে হাত দিয়ে যৌন হেনস্থা করেন।

Advertisement

সঙ্গে সঙ্গে তিনি ওই যুবকের হাত ধরে ফেলেন এবং আশপাশের লোকজনের সাহায্যে তাঁকে পুলিশের কাছে নিয়ে যান। অভিযুক্তকে আটক করে ভবানীপুর থানায় নিয়ে যায় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তের নাম ফারুক আলি। তিনি মালদহের চাঁচলের বাসিন্দা। এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মাথার চোটের চিকিৎসা করাতে। পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করেছে। তবে তদন্তকারীদের একাংশের দাবি, ওই অভিযুক্ত মানসিক ভাবে পুরোপুরি সুস্থ নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement