Presidency University

হিন্দু হস্টেল নিয়ে প্রেসিডেন্সিতে ঘেরাও ৩০ ঘণ্টা, অসুস্থ হয়ে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

হিন্দু হস্টেলের তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের সংস্কার-সহ বেশ কিছু দাবিতে পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত পনেরো দিন ধরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩১
Share:

অনুরাধা লোহিয়া। —ফাইল চিত্র।

অসুস্থ হয়ে অ্যাম্বুল্যান্সে করে ক্যাম্পাস ছাড়লেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। হিন্দু হস্টেলের সংস্কার সমেত নানা দাবিতে ৩০ ঘণ্টা ধরে উপাচার্যকে ঘেরাও করে রেখেছিলেন পড়ুয়ারা। বুধবার সন্ধ্যের পর তিনি অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে ডাকা হয় অ্যাম্বুল্যান্স। পড়ুয়াদের দাবি, উপাচার্য অসুস্থ হয়ে পড়েন, সেটা দুঃখের বিষয়। তবে তাঁরা আন্দোলন থেকে সরছেন না।

Advertisement

হিন্দু হস্টেলের তিন, চার ও পাঁচ নম্বর ওয়ার্ডের সংস্কার-সহ বেশ কিছু দাবিতে পড়ুয়ারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন গত পনেরো দিন ধরে। এ বিষয়ে শিক্ষক এবং উপাচার্যের সঙ্গে কয়েক দফা আলোচনার পরেও সমাধানসূত্র মেলেনি বলে দাবি আন্দোলনকারীদের। সে কারণে বুধবারও উপাচার্যের ঘরের সামনে অবস্থানে বসেন পড়ুয়ারা।

গত সোমবার রাতভর ঘেরাও ছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া। মঙ্গলবার ভোরের দিকে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়লেও, পরে আবার ফিরে আসেন।

Advertisement

আরও পড়ুন: হিন্দু হোস্টেল নিয়ে স্থায়ী সমাধান চায় প্রেসিডেন্সির পড়ুয়ারা, এখনও ঘেরাও উপাচার্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement