Behala Fire

Gardenreach Fire: গার্ডেনরিচে ফুড কর্পোরেশনের গুদামে বিধ্বংসী আগুন, ২২টি ইঞ্জিন ঘটনাস্থলে

অগ্নিকাণ্ডের জেরে পাশ্ববর্তী তারাতলা রোডে যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ১১:৩১
Share:

গার্ডেনরিচে গুদামে ভয়াবহ আগুন। ভিডিয়ো থেকে নেওয়া।

গার্ডেনরিচে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র গুদামে বিধ্বংসী আগুন। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলের ২২টি ইঞ্জিন। কী কারণে অগ্নিকাণ্ড, তা শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পরিষ্কার নয়।

অগ্নিকাণ্ডের জেরে পাশ্ববর্তী তারাতলা রোডে যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। গোটা এলাকা ঠেকে গিয়েছে কালো ধোঁয়ায়। দমকল সূত্রে খবর, গুদামে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পাশাপাশি গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ কাজ করেছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement