ফাইল চিত্র।
গত ১২ ডিসেম্বর গড়িয়াহাট থানার গরচায় বৃদ্ধাকে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত তাঁর নাতনি যে নাবালিকাই, তা মেনে নিল আলিপুর আদালত।
এই মামলার শুনানিতে বৃহস্পতিবার অভিযুক্তদের আইনজীবী সমীর দাস তাঁর মক্কেলকে নাবালিকা হিসেবে দাবি করেছিলেন। তিনি আদালতে আরও জানিয়েছিলেন, ওই কিশোরীর জন্মের শংসাপত্রে ২০০২ সালের ২ সেপ্টেম্বর জন্ম-তারিখ হিসেবে উল্লেখিত রয়েছে। সে ক্ষেত্রে তার প্রাপ্তবয়স্ক হতে এখনও সাত মাস বাকি। সেই শংসাপত্র খতিয়ে দেখার পরেই শুক্রবার আলিপুর আদালতের মুখ্য বিচার বিভাগীয় বিচারক শুভজিৎ চৌধুরী ওই কিশোরীকে নাবালিকা বলে ঘোষণা করেন এবং মামলার তদন্তকারী অফিসারকে নির্দেশ দেন তাকে জুভেনাইল আদালতে পেশ করতে।
এ দিনই ওই কিশোরীকে জুভেনাইল আদালতে পেশ করা হলে বিচারক কৌস্তুভ মুখোপাধ্যায় তাকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লিলুয়া হোমে রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের সুপারকে একটি কমিটি গঠন করে ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট তৈরি করতেও নির্দেশ দিয়েছেন তিনি।