আজ থেকে চার দিন বন্ধ থাকছে বিদ্যাপতি সেতু

১৯৭৮ সালে তৈরি ওই সেতুর মেরামতি এবং স্বাস্থ্য পরীক্ষার জন্যই কেএমডিএ-র তরফে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল লালবাজারকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৯ ০২:৫৯
Share:

শিয়ালদহ উড়ালপুল।—ফাইল চিত্র।

আজ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে বন্ধ হচ্ছে শিয়ালদহের বিদ্যাপতি সেতুর একাংশে যান চলাচল। রবিবার রাত পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে। ১৯৭৮ সালে তৈরি ওই সেতুর মেরামতি এবং স্বাস্থ্য পরীক্ষার জন্যই কেএমডিএ-র তরফে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল লালবাজারকে। সেই মতো পুলিশ বৃহস্পতিবার থেকেই ওই সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেবে। পাশাপাশি, পুলিশের তরফে ওই রাস্তা দিয়ে উত্তর থেকে দক্ষিণের মধ্যে চলাচলকারী সরকারি ও বেসরকারি বাসগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। চালক এবং সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন নির্দেশিকা পুলিশের তরফে একাধিক জায়গায় লাগানো হয়েছে। এ ছাড়াও পরিস্থিতি সামাল দিতে থাকছে অতিরিক্ত বাহিনী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement