ক্লাস চলছে পুরোদমে। হঠাৎ শিক্ষিকা এসে জানালেন, ছুটি হয়ে গিয়েছে। দ্রুত সিঁড়ি দিয়ে নামতে হবে। বেরোতেই কানে এল বিকট শব্দ।
বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ১২ নম্বর প্রিটোরিয়া স্ট্রিটের একটি বহুতলের তিন তলার অফিসে আগুন লাগে। পাশেই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। স্কুলে তখন প্রি-প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চলছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া থেকে শিক্ষিকা সকলেই।
স্কুলের এক নিরাপত্তারক্ষী জানান, হঠাৎ আওয়াজ শুনে তিনি দেখেন, পাশের বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। চিৎকার করছেন ওই বহুতলে আটকে থাকা কর্মীরা। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানান নিরাপত্তারক্ষীরা।
এক শিক্ষিকা জানান, স্কুল ভবনের যে দিকটি বহুতল লাগোয়া সেখানে প্রি-প্রাইমারির ক্লাস চলছিল। সিদ্ধান্ত হয়, প্রথমে খুদে পড়ুয়াদের নামিয়ে আনা হবে। আতঙ্কের জেরে যাতে দুর্ঘটনা না ঘটে, সে জন্য আগুনের কথা প্রথমে পড়ুয়াদের জানানো হয়নি। প্রতিটি ক্লাসের শিক্ষিকারা সারি দিয়ে পড়ুয়াদের নামিয়ে আনেন। পরে স্কুলের তরফে অভিভাবকদের খবর পাঠানো হয়। উল্টো দিকের একটি আবাসনের ফাঁকা জায়গায় পড়ুয়াদের রাখা হয়। অভিভাবকেরা পরিচয়পত্র দেখিয়ে সেখান থেকে ছেলেমেয়েদের নিয়ে যান।
তবে, এ দিনের ঘটনায় পড়ুয়ারা যে আতঙ্কিত, সে কথা অনেকেই জানিয়েছে। প্রি-প্রাইমারির দেবব্রত রায় বলে, ‘‘ছবি আঁকছিলাম। হঠাৎ ম্যাডাম বললেন, তাড়াতাড়ি নামতে হবে। সবাই বলছিল আগুন লেগেছে। খুব ভয় করছিল।’’ দেবব্রতকে নিতে এসেছিলেন মা রীতা রায়। তিনি বললেন, ‘‘স্কুলের পাশে আগুন লেগেছে শুনে বুক শুকিয়ে গিয়েছিল। ভাবছিলাম কতক্ষণে ছেলেটাকে দেখতে পাব।’’ স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা মৌসুমী ঘোষ অবশ্য বলেন, ‘‘সবাই নিরাপদে রয়েছে, সেটা ভেবে ভাল লাগছে।’’