Beaten

কিশোরকে প্রহারে অভিযুক্ত চার বন্ধু

অভিযোগ, সে এলে বাকিরা তাকে টানতে টানতে ওই আবাসনের চার নম্বর টাওয়ারে নীচে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরে ঘুষি, কিল, চড় মারতে শুরু করে সকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০২:৩৫
Share:

প্রতীকী চিত্র।

এক কিশোরকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠল তার চার বন্ধুর বিরুদ্ধে। গত রবিবার বিকেলে খেলাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ট্যাংরা থানা এলাকায়। পরে ওই জখম কিশোরের বাবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত এবং প্রহৃত, সকলেরই বয়স আঠারোর নীচে হওয়ায় পুলিশ বিষয়টি কলকাতা জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পাঠিয়েছে।পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত এবং প্রহৃতেরা একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া এবং ট্যাংরার একটি আবাসনের বাসিন্দাও। জখম কিশোর নবম শ্রেণিতে পড়ে। তারই এক বন্ধুর মাধ্যমে বাকি তিন জনের সঙ্গে আলাপ। সেই সূত্রে তারা একে অপরের অনলাইন গেমের সঙ্গী। ঘটনার সন্ধ্যায় প্রহৃত কিশোরকে ডেকে পাঠায় বাকিরা।

Advertisement

অভিযোগ, সে এলে বাকিরা তাকে টানতে টানতে ওই আবাসনের চার নম্বর টাওয়ারে নীচে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরে ঘুষি, কিল, চড় মারতে শুরু করে সকলে। এমনকি অভিযোগ, মারধরের ভিডিয়োও তোলা হয়। ওই সময়ে জখম কিশোরের দিদি চলে এলে বাকিরা তাকে দেখে পালায়। এর পরেই ট্যাংরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ পুরো ঘটনার রিপোর্ট পাঠিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে। বোর্ডের নির্দেশ পেলে বাকি ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement