বিমানবন্দর এলাকায় নিষিদ্ধ ফানুস

কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর থানা, নারায়ণপুর, রাজারহাট এবং নিউ টাউন থানা এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৯ ০২:২৭
Share:

ফাইল চিত্র।

গত কয়েক বছরের মতো এ বছরেও ফানুস ওড়ানো নিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে বিধাননগর পুলিশ।

Advertisement

কলকাতা বিমানবন্দর সংলগ্ন বিমানবন্দর থানা, নারায়ণপুর, রাজারহাট এবং নিউ টাউন থানা এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হচ্ছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিধাননগর পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে। এ দিন এক পুলিশকর্তা জানান, ওই চারটি থানা এলাকায় ফানুসের উপরে নিষেধাজ্ঞা না মানলে কড়া আইনি পদক্ষেপও করা হবে।

শব্দবাজির দৌরাত্ম্য বন্ধে নানা নির্দেশিকা ও ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফানুস ওড়ানো নিয়েও কড়া নজরদারি চলবে। ওই চার থানা এলাকায় ফানুস উড়ছে কি না, তা পরিদর্শন করতে বিশেষ নজরদারি চালানো হবে। সাধারণ টহলদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশকর্মীরাও ঘুরে ঘুরে দেখবেন।

Advertisement

বিমানবন্দর এলাকার চারপাশে ফানুস উড়লে বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে বিপদ এড়াতে বিধাননগর পুলিশের এই পদক্ষেপ। তবে বাসিন্দাদের মতে, ফানুস বহুদূর পর্যন্ত উড়ে যায়। ওই চারটি থানা এলাকার বাইরে থেকে ছাড়া ফানুস যদি হাওয়ার টানে বিমানবন্দরের দিকে চলে যায়, সে ক্ষেত্রে কী হবে? কোথা থেকে ফানুস উড়ছে, কী ভাবেই বা তা চিহ্নিত করা যাবে। পুলিশ কর্মীদের জবাব, বিমান ওঠানামার ক্ষেত্রে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত ফানুস নিয়ন্ত্রণ করাই উদ্দেশ্য। ফলে ফানুস ওড়ানোর নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে, সে বিষয়ে সংশয়ে স্থানীয়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement