Coronavirus

ধোঁয়াশা রেখেই লকডাউনে উড়ান পরিষেবা

এ দিন সন্ধ্যায় প্রথমে ফোন করে আজ, বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখতে বলেছিল রাজ্য। বিমানবন্দর কর্তৃপক্ষ উড়ান সংস্থাগুলিকে ইমেলে তা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২০ ০৪:১৫
Share:

প্রতীকী ছবি

আজ, বৃহস্পতিবার রাজ্যের ঘোষিত লকডাউনে কলকাতা থেকে উড়ান চলাচল স্বাভাবিক থাকবে। এমনটাই দাবি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের। যদিও রাজ্য প্রশাসনের তরফে সে কথা স্বীকার করা হয়নি। তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, এই নিয়ে তাদের সঙ্গে বিমান মন্ত্রকের আলোচনা হয়নি এবং তারা উড়ান না-চালানোর সিদ্ধান্তেই স্থির থাকছে। যে সব ক্ষেত্রকে লকডাউন থেকে ছাড় দেওয়া হয়েছে, তাতে ট্রেন বা উড়ান নেই। ফলে গোটা বিষয়টি নিয়ে বুধবার রাত পর্যন্ত পুরোমাত্রায় সংশয় রয়ে গিয়েছে।

Advertisement

এ দিন সন্ধ্যায় প্রথমে ফোন করে আজ, বৃহস্পতিবার সকাল ছ’টা থেকে রাত দশটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখতে বলেছিল রাজ্য। বিমানবন্দর কর্তৃপক্ষ উড়ান সংস্থাগুলিকে ইমেলে তা জানান। আরও জানানো হয়, এই পরিস্থিতিতে বিমানবন্দর থেকে রাজ্য যে অতিরিক্ত ভলভো বাস, ট্যাক্সি ও গাড়ির ব্যবস্থা করে, তা-ও চলবে না। মিলবে না অ্যাপ-ক্যাবও। এ অবস্থায় তারা উড়ান চালাবে কিনা, সেটা উড়ান সংস্থার সিদ্ধান্ত। তবে বিমানবন্দর খোলা থাকবে।

কিন্তু রাতের দিকে বিমানবন্দর সূত্রে খবর, দিল্লির বিমান মন্ত্রকের সঙ্গে নাকি উড়ান চালানো নিয়ে রাজ্যের কথা হয়েছে এবং রাজ্য তাদের সম্মতি জানিয়েছে। তবে তারা নাকি অনুরোধ করেছে, উড়ানের সংখ্যা কমানো হোক এবং দুপুর-বিকেলের উড়ানগুলি একত্রিত করে সন্ধ্যার পরে চালানো হোক। উড়ান সংস্থা মনে করছে, এর ফলে বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য সরকারি ও বেসরকারি পরিবহণ পাওয়া যাবে। কিন্তু রাজ্য প্রশাসন থেকে এমন আলোচনার কথা স্বীকার করা হয়নি। উল্টে বলা হয়েছে, তারা আগের সিদ্ধান্তেই স্থির রয়েছে। ফলে সংশয় কাটেনি। রাজ্য যে উড়ান চালাতে সম্মত হয়েছে, তা নিয়ে লিখিত বার্তাও অবশ্য বিমান মন্ত্রক থেকে আসেনি।

Advertisement

আরও পড়ুন: ‘রোগকে রুখতে গিয়ে মনের দূরত্ব যেন তৈরি না হয়’

দিল্লি, মুম্বই-সহ ছ’টি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান এখন বন্ধ। ফলে দিনে হাতে গোনা ৪০-৪২টি উড়ান যাচ্ছে। নামছেও সমসংখ্যক উড়ান। বুধবার রাতে এয়ার ইন্ডিয়া ঠিক করেছে, তাদের পাঁচটি ও সহযোগী অ্যালায়েন্সের দু’টি উড়ান চলবে। তবে কোনও উড়ানে যাত্রী কম থাকলে তা বাতিল হতে পারে। ইন্ডিগো ও স্পাইসজেটও উড়ান চালাবে ঠিক করেছে। তবে কলকাতা থেকে একই শহরের ইন্ডিগোর একাধিক উড়ানের বদলে সব যাত্রীদের একটি উড়ানে পাঠানোর তোড়জোড় চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement