ফাইল চিত্র।
ভবানীপুর থানার সামনে আশুতোষ ও শ্যামাপ্রসাদ কলেজের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের এক প্রাক্তন নেতাও রয়েছেন বলে খবর। সংঘর্ষের ঘটনায় আহত ভবানীপুর থানার অতিরিক্ত ওসি রাজীব সাহু এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।
অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই আশুতোষ কলেজ ও শ্যামাপ্রসাদ কলেজের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল। শ্যামাপ্রসাদ কলেজ আসলে আশুতোষ কলেজেরই সান্ধ্য বিভাগ। শনিবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তার পরেই এক পক্ষ ভবানীপুর থানায় অভিযোগ জানাতে গেলে অন্য পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করে।
ভবানীপুর থানার সামনেই দু’পক্ষের মধ্যে ইট, পাটকেল ছোড়া শুরু হয়। উড়ে আসে কাচের বোতল। সেই ইটের ঘায়ে আহত হন অতিরিক্ত ওসি। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। তাঁর মাথায় ৯টি সেলাই পড়ে।