Coronavirus

কলকাতায় নয়া স্ট্রেন, আক্রান্ত ব্রিটেনফেরত স্বাস্থ্যকর্তার ছেলে

রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলে সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন। তিনি উপসর্গহীন ছিলেন। তাঁর শরীরেই এই জীবাণু মিলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১২:১৪
Share:

প্রতীকী ছবি।

ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন বা প্রজাতি এ বার ধরা পড়ল কলকাতাতেও। রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলের শরীরে নতুন এই প্রজাতির ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। শহরে এই প্রথম শনাক্ত হলেন নতুন এই প্রজাতির করোনা রোগী।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রাজ্যের এক স্বাস্থ্যকর্তার ছেলে সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছিলেন। তিনি উপসর্গহীন ছিলেন। কিন্তু নতুন প্রজাতির এই করোনা ভাইরাস যেহেতু ব্রিটেনেই সবচেয়ে বেশি ছড়িয়েছে, তাই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তখনই তাঁর শরীরে নয়া প্রজাতির ভাইরাসের জীবাণুর উপস্থিতি ধরা পড়ে।

প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে ওই রোগীকে। এই ভাইরাসের চরিত্র যেহেতু এখনও প্রায় অজানা, তাই সাধারণ করোনা ওয়ার্ডে রাখা হয়নি তাঁকে। কী ভাবে তাঁর চিকিৎসা শুরু করা হবে, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঠিক করছেন। স্বাস্থ্য দফতরের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতরও প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: নতুন স্ট্রেনে আক্রান্ত বেড়ে ২০, তালিকায় ব্রিটেনফেরত ২ বছরের শিশুও

আরও পড়ুন: বাড়ল নিষেধাজ্ঞার মেয়াদ, ৭ জানুয়ারি পর্যন্ত বিমান সংযোগ বন্ধ ব্রিটেনের সঙ্গে

ব্রিটেনে করোনাভাইরাসের নয়া স্ট্রেন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ বেড়েছে ভারতেও। বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিটেনের সব উড়ান। তবু সারা দেশে এখনও পর্যন্ত এই নয়া প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ২০ জন।

ঘটনাচক্রে রাজ্যে প্রথম ব্রিটেনফেরত এক জনের শরীরেই প্রথম ধরা পড়ে করোনাভাইরাসের জীবাণু। তিনি ছিলেন রাজ্যের এক শীর্ষ আমলার ছেলে। কাকতালীয় হলেও নতুন স্ট্রনও ধরা পড়ল ব্রিটেনফেরতের শরীরেই। তিনি আবার এক স্বাস্থ্যকর্তার ছেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement