নিকাশি-রিপোর্ট নিয়ে ম্যানিলা যাবেন মেয়র

প্রসঙ্গত, এ দিন ‘কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (কেইআইআইপি)-এর অধীনে বেহালায় একটি নিকাশি টানেল চালু করা হয়। ওই এলাকার চারটি ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৯ ০১:২৫
Share:

সরেজমিন: জেমস লং সরণির নিকাশি টানেল পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম। রবিবার। নিজস্ব চিত্র

শহরের নিকাশি ব্যবস্থার খোলনলচে পাল্টানোর জন্য সার্বিক নিকাশি পরিকল্পনা (কম্প্রিহেনসিভ ড্রেনেজ প্ল্যানিং) গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা। সেই সংক্রান্ত বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি হলেই তা নিয়ে এশীয় উন্নয়ন ব্যাঙ্কের (এডিবি) সদর দফতর ম্যানিলায় যাবেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। রবিবার এ কথা জানিয়েছেন তিনি। ফিরহাদের কথায়, ‘‘শহরের অনেক জায়গায়, বিশেষত সংযুক্ত এলাকায় উপযুক্ত নিকাশি ব্যবস্থা নেই। আমরা কলকাতা ও হাওড়ার নিকাশি নিয়ে সার্বিক পরিকল্পনা করতে চাইছি। সেই কাজ সম্পূর্ণ হলেই এডিবি-র সদর দফতরে গিয়ে দেখা করব।’’

Advertisement

প্রসঙ্গত, এ দিন ‘কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ (কেইআইআইপি)-এর অধীনে বেহালায় একটি নিকাশি টানেল চালু করা হয়। ওই এলাকার চারটি ওয়ার্ড অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। সেই জল যাতে সরাসরি নিকাশি টানেলের মাধ্যমে ঠাকুরপুকুর পাম্পিং স্টেশনে চলে যেতে পারে, সে জন্যই এই ব্যবস্থা করেছে পুরসভা। এ বিষয়ে মেয়র বলেন, ‘‘এশীয় উন্নয়ন ব্যাঙ্কের টাকায় এই কাজ হয়েছে। কাজ চলার জন্য জেমস লং সরণি অনেক দিন ধরে খোঁড়াখুঁড়ি হয়েছে। তাতে ওই এলাকার মানুষজন অসুবিধায় পড়েছিলেন। কিন্তু বেহালার জলমগ্ন হওয়ার সমস্যা সমাধান যে হবে, সেটা ভেবেই ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement