Firhad Hakim

‘কোভ্যাক্সিন’-এর দ্বিতীয় ডোজ নিলেন ফিরহাদ হাকিম

প্রথম ডোজ নেওয়ার আগেও তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তাঁর কো-মর্বিডিটি ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ১৫:০৯
Share:

‘কোভ্যাক্সিন’-এর দ্বিতীয় ডোজ নিচ্ছেন ফিরহাদ হাকিম

করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে নাইসেড (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস)-এ। বুধবার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হল কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে। এ দিন দুপুরে নাইসেড পৌঁছন ফিরহাদ। প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা হয়। তারপরেই চিকিৎসকরা তাকে দ্বিতীয় ডোজ দেন।

Advertisement

প্রথম ডোজ নেওয়ার আগেও তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তাঁর কো-মর্বিডিটি ছিল না। এই পরীক্ষায় তাঁর অংশ নেওয়ার বিষয়ে চিকিৎসকরা সবুজ সঙ্কেত দেন।
এক হাজার জনের উপরে টিকার পরীক্ষানিরীক্ষা চলবে। হায়দরাবাদ থেকে টিকা এবং প্রয়োজনীয় সামগ্রী চলে এসেছে। এক একটি দলে ভাগ করে টিকা দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের। কোনও দলের স্বেচ্ছাসেবকদের টিকার বদলে অন্য কিছু (প্লাসিবো) দেওয়া হবে।

আরও পড়ুন: কলকাতায় নয়া স্ট্রেন, আক্রান্ত ব্রিটেনফেরত স্বাস্থ্যকর্তার ছেলে

Advertisement

এ ভাবেই এক বছর ধরে চলবে পর্যবেক্ষণ। বেলেঘাটা এলাকার আশপাশে স্বেচ্ছাসেবকদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যাঁরা এই পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন, তাঁরা অঙ্গীকারপত্রে দেওয়া ঠিকানা ছেড়ে কোথাও যেতে পারবেন না। নিয়মিত তাঁদের খোঁজ নেবে নাইসেড। এমনকি, বাড়িতে গিয়েও পর্যবেক্ষণ করবেন গবেষকরা।

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন: যাদবপুরে পার্টিফেরত গাড়ির মধ্যে তরুণীর শ্লীলতাহানি! অভিযুক্ত ২ বন্ধু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement