Dengue

তিন পুরসভা নিয়ে ডেঙ্গি-বৈঠকে পুরমন্ত্রী

বুধবার বালিতে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন হাওড়া ও হুগলির উত্তরপাড়া পুরসভার আধিকারিকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ০৭:৪৪
Share:

পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। ফাইল ছবি

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার বালিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরের দিন, বুধবার সেই বালিতে এসেই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন হাওড়া ও হুগলির উত্তরপাড়া পুরসভার আধিকারিকেরা। গত কয়েক দিনে ওই দুই পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটেছে।

Advertisement

গঙ্গাপাড়ের ওই তিন পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে যে উদ্বেগে রাজ্য প্রশাসন, তা এ দিনের বৈঠকেই স্পষ্ট। কোনওমতেই ওই পুর এলাকার ডেঙ্গি পরিস্থিতি হালকা ভাবে নেওয়া যাবে না বলেও এ দিনের বৈঠকে বার্তা দেন ফিরহাদ। বালির রবীন্দ্র ভবনে আয়োজিত ওই বৈঠকে মধ্য হাওড়ার বিধায়ক তথা মন্ত্রী অরূপ রায়, হাওড়া ও হুগলির জেলাশাসক, বালির পুর প্রশাসক তথা মহকুমাশাসক (সদর), মহকুমাশাসক (শ্রীরামপুর) এবং বালি, উত্তর ও দক্ষিণ হাওড়ার বিধায়ক, উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সূত্রের খবর, লাগোয়া তিন পুর এলাকার ডেঙ্গি-পরিস্থিতির বিষয়ে বিশদে খোঁজ নেন পুরমন্ত্রী। প্রত্যেক বিধায়ককে ডেঙ্গি মোকাবিলায় জোর দেওয়ার কথা বলেন তিনি। কী ভাবে কাজ করলে এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আনা যাবে, সে দিকে আরও নজর দেওয়ার পরামর্শ দেন পুরকর্মীদের।

পরে ফিরহাদ বলেন, “তিনটি পুরসভার কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গির প্রবণতা বেশি। মঙ্গলবার বালিতে এক জন মারা গিয়েছেন। তাই পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করা হল। তিনটি পুরসভাকেই গণউদ্যোগী হতে বলা হয়েছে।” এ দিন পুরমন্ত্রীর দাবি, অনেকে অভ্যাসবশত বাড়িতে জল জমিয়ে রাখেন বলে সেখানে মশার লার্ভা জন্মাচ্ছে। বাড়ির ছাদে বা পিছনের জমা জঞ্জালও পরিষ্কার করছেন না অনেকে। বন্ধ কারখানা এবং শরিকি বিবাদে বন্ধ বাড়িগুলির ক্ষেত্রে সমস্যা বেশি হচ্ছে। ফিরহাদ বলেন, “এমন ক্ষেত্রে বাছবিচার না করে মামলা দায়ের করতে বলেছি জেলা প্রশাসনকে। প্রয়োজনে পুলিশের উপস্থিতিতে বন্ধ কারখানা বা বাড়ির তালা ভেঙে ঢুকে ডেঙ্গি অভিযান চালাতে হবে।”

Advertisement

দীর্ঘ দিন বালিতে নেই কোনও পুরবোর্ড, এমনকি পুর প্রশাসকমণ্ডলীও। হাওড়ায় পুরবোর্ড না থাকলেও রয়েছে পুর প্রশাসকমণ্ডলী। এ দিন পুরমন্ত্রী জানান, ওই দুই জায়গায় জেলাশাসকের তত্ত্বাবধানে ডেঙ্গি মোকাবিলার কাজ চলবে। বালির পুর প্রশাসক পদে থাকা হাওড়া সদরের মহকুমাশাসক বিষয়টি লক্ষ রাখবেন।

বেলুড়ের ১৬ নম্বর ওয়ার্ডের ভোটবাগানে দ্রুত জঞ্জাল সাফাই, নর্দমা পরিষ্কারের কাজ শেষের নির্দেশ দেন ফিরহাদ। পাশাপাশি জানান, বালির নিকাশি নালা সংস্কারের জন্য কেএমডিএ থেকে দল পাঠানো হবে। অন্য দিকে, উত্তরপাড়ায় ডেঙ্গি মোকাবিলায় কাজ আরও জোরদার করতে বলা হয়েছে। পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, “সচেতনতার প্রচার চলছে। একটি নির্মীয়মাণ বহুতলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement