Fire Incident in Salt Lake

বাইপাসের ধারে পাটের গুদামে অগ্নিকাণ্ড! দমকলের চেষ্টায় চার ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এল আগুন

জুটমিলটিতে প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ ১০:০২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আগুন লাগল বেলেঘাটায় ইএম বাইপাসের ধারে কাদাপাড়া অঞ্চলের ক্যালকাটা জুটমিলে। জুটমিলটিতে প্রচুর কাঁচা পাট মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘনবসতিপূর্ণ এলাকায় আতঙ্ক তৈরি হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন। দুপুর ১২টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন।

Advertisement

দমকল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ আগুন লাগে। জুটমিলের তিন নম্বর গুদাম থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement