Fire

ভোরবেলা টালিগঞ্জের এক স্টুডিয়োয় অগ্নিকাণ্ড, আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এল আগুন

রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৭:০৮
Share:

টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার একটি স্টুডিয়োতে লাগল আগুন। প্রতীকী ছবি।

রবিবার কাকভোরে আগুন লাগল টালিগঞ্জের স্টুডিয়ো পাড়ার একটি স্টুডিয়োতে। দাউদাউ করে জ্বলছে স্টুডিয়োটির একাংশ। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।

Advertisement

দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। স্টুডিয়োর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত এলাকাবাসীরা। দমকলের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন।

কী কারণ আগুন লাগল স্টুডিয়োটিতে, তা এখনও জানতে পারেনি দমকল। হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement